কুনজর এড়াতে ফসলি জমিতে সানি লিওনের ছবি টাঙিয়েছেন কৃষক – পুরনো ছবি ভাইরাল

10
কুনজর এড়াতে ফসলি জমিতে সানি লিওনের ছবি টাঙিয়েছেন কৃষক – পুরনো ছবি ভাইরাল কুনজর এড়াতে ফসলি জমিতে সানি লিওনের ছবি টাঙিয়েছেন কৃষক – পুরনো ছবি ভাইরাল

Published on: [September 14,2021]

ফসল রক্ষা করছেন সানি -শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে। এই খবরে বলা হয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশের এক কৃষক বলিউড তারকা সানি লিয়নের একটি পোস্টার টানিয়েছেন তার ফসলের ক্ষেতে । কু-দৃষ্টি থেকে বাচার জন্য তিনি এই কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ৩ বছর আগের খবর। ২০১৮ সালের এই খবর এবং ছবি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে।

বিভ্রান্তির উৎস

৮ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে Amazing নলেজ নামক পেজ থেকে প্রথমবারের মত এই ছবি/পোস্টার আপলোড করা হয়। পরবর্তী কয়েক দিনে বিভিন্ন পেজ,গ্রুপ এবং প্রফাইলের মাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে , এখানে , এখানে, এখানে, এখানে , এখানে,



ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই খবরটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের ১৩ই ফেব্রুয়ারি ভারতের হিন্দুস্তান টাইমস এ।

পরবর্তী সময়ে , টাইমস অফ ইন্ডিয়া , ইন্ডিয়া টাইমস, নিউজ বাইটস এ্যাপ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসেই বাংলাদেশের কালের কন্ঠ, বিডি জার্নাল, জাগো নিউজ , সময়ের কন্ঠস্বর , যমুনা টিভি সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছিল।


এসব খবরে বলা হয় , মানুষের কুনজর ও পাখি তাড়িয়ে ফসল নিরাপদ রাখতে ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষকেরা কাকতাড়ুয়া ব্যবহার করেন। কুসংস্কারাচ্ছন্ন কৃশকরা বিঃশ্বাস করেন,  খড় ও পাতিল দিয়ে মানুষের মাথার মতো কিছু একটা তৈরি করে কাকতাড়ুয়া ( স্থানীয় ভাষায়- দিশটি বোমা) বানালে লোকের কুনজর থেকে ফসল রক্ষা করা যাবে।

কিন্তু মানুষের কুনজর থেকে ফসল রক্ষা করতে এবার অভিনব এক পন্থা অবলম্বন করেছেন ভারতের অন্ধ্র প্রদেশের কৃষক চেঞ্চু রেড্ডি। তার জমির বাম্পার ফলন থেকে গ্রামবাসীর কুনজর সরাতে খেতের পাশে সানি লিওনের বিকিনি পরা পোস্টার টানিয়েছেন তিনি।

অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার কৃষক চেঞ্চু রেড্ডির ১০ একর জামিতে এবার বাধাকপি ও ফুলকপির বাম্পার ফলন হয়েছে। তার এমন সাফল্যে গ্রামের অন্যান্য কৃষকরা তার প্রতি ক্ষুদ্ধ এবং তার ফসলের ক্ষতি করার চেষ্টা করেন। তাই তার ফসল রক্ষা করতে তিনি এ পদ্ধতির আশ্রয় নিয়েছেন বলে জানান।

চেঞ্চু রেড্ডি হিন্দুস্থান টাইমসকে বলেন, ফসলে যাতে কুনজর না পড়ে সেজন্যই সানি লিওনের একটা বড়সড় পোস্টার দেওয়ার ভাবনাটা কয়েকদিন আগে মাথায় আসে। এই কৌশল কাজে দিয়েছে। লোকে এখন জমির ফসলের দিকে তাকাচ্ছে না।

৩ বছর পরে এখন আবার পুরনো এই খবরটি নতুন করে ভাইরাল হয়েছে। সঙ্গত কারণে পুরনো এই খবরটিকে ফ্যাক্টওয়াচ ‘বিভ্রান্তিকর’ হিসেবে সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.