যা দাবি করা হচ্ছেঃ ব্যারিস্টার সুমনের নামে ছড়িয়ে পড়া আলাদা আলাদা ভিডিওতে দাবি করা হচ্ছে তিনি সংসদ অধিবেশনে ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, শিক্ষামন্ত্রী দিপু মনি, পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে কথা বলেছেন এবং তাদের দুর্নীতি ফাঁস করেছেন।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। বাস্তবে ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে এমন কিছুই বলেননি। বিভিন্ন সময়ে সংসদের আলাদা আলাদা অধিবেশনে ব্যারিস্টার সুমন এবং আলোচিত ব্যাক্তিবর্গের বক্তব্যের ভিডিও ক্লিপের সাথে একাদশ জাতীয় সংসদের কিছু মন্ত্রীদের নিয়ে ব্যারিস্টার সুমনের সমালোচনামূলক কিছু বক্তব্যের অডিও ক্লিপ যুক্ত করে ভিডিওগুলো বানানো হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে, ব্যারিস্টার সুমনের দ্বাদশ জাতীয় সংসদের আলাদা আলাদা অধিবেশনে আলোচিত ব্যক্তিবর্গের বিরূদ্ধে কথা বলেছেন। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই ভিডিওগুলো বিশ্লেষণ করে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। অসঙ্গতিগুলো নিম্নে তুলে ধরা হলঃ
১. সবগুলো ভিডিওর ক্যাপশন একই ধরণের। যেমনঃ একটি ভিডিওর ক্যাপশন হচ্ছে ব্যারিস্টার সুমন এবার সংসদে সাকিবকে ধোলাই। বাকি ভিডিওগুলোর ক্যাপশনেও শুধু ব্যাক্তির নামের পরিবর্তন দেখা যায়, বাকি সব কিছু একই।
২. ব্যারিস্টার সুমনের ঠোঁটের নড়াচড়ার সাথে বক্তব্যের পার্থক্য দেখতে পাওয়া যায়।
৩. দিপু মনিকে বর্তমান শিক্ষামন্ত্রী, আবুল কালাম আব্দুল মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী এবং শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তারা সবাই একাদশ জাতীয় সংসদে উক্ত পদগুলোতে বহাল ছিলেন, বর্তমান দ্বাদশ জাতীয় সংসদে নয়। বর্তমানে দিপু মনি সমাজকল্যাণ মন্ত্রী হলেও আবুল কালাম আব্দুল মোমেন এবং শ ম রেজাউল করিম কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই।
পরবর্তিতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ইউটিউবে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের ফুটেজগুলোর উৎস খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। পাশাপাশি, সংসদ অধিবেশনে ব্যারিস্টার সুমনের বক্তব্য দাবিতে যেই অডিও ক্লিপ শোনা যাচ্ছে, তার সবগুলোর উৎসই খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। এই অডিও ক্লিপগুলো দ্বাদশ জাতীয় সংসদের আলাদা আলাদা অধিবেশনে ব্যারিস্টার সুমন এবং আলোচিত ব্যাক্তিবর্গের বক্তব্যের ভিডিও ক্লিপের সাথে যুক্ত করে ফেসবুকে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, ‘রেসপেক্ট আমেরিকান টিভি’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো প্রথমে প্রচার করা হয়েছে।
ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য হিসেবে ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, শিক্ষামন্ত্রী দিপু মনি, পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের বক্তব্য দাবিতে ভাইরাল হওয়া আলাদা আলাদা ভিডিও সম্পর্কে ফ্যাক্টওয়াচের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলঃ
ওবায়দুল কাদেরঃদেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত একটি ভিডিওর অংশ হচ্ছে এই ভিডিওটি। সেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য শেখ হাসিনাকে সংসদ অধিবেশনে ব্যারিস্টার সুমন ধন্যবাদ জ্ঞাপনমূলক একটি বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সেই বক্তব্যের সাথে ভাইরাই ভিডিওর অডিও ক্লিপের কোনো মিল পাওয়া যায়নি। তবে, স্বপ্নবাজ – Dreamerনামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ব্যারিস্টার সুমনের ঈগল মার্কা নিয়ে নির্বাচনি প্রচারণার একটি অডিও ক্লিপের মিল পাওয়া যায়। এই প্রচারণার সময় তিনি নামে মাত্র আওয়ামীলীগ করা মানুষদের “কাউয়া” বলে সম্বোধন করেছিলেন, ওবায়দুল কাদেরকে নয়।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমঃ চ্যানেল টোয়েন্টিফোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪-এ আপলোড করা একটি ভিডিওতে ব্যারিস্টার সুমনকে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে উদ্দেশ্য করে পরামর্শমূলক একটি বক্তব্য দিতে দেখা যায়। এই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করে তার মূল অডিও সরিয়ে দিয়ে ব্যারিস্টার সুমনের ফেসবুক পেজ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২২-এ শেয়ার করা একটি বক্তব্যের অডিও ক্লিপ সম্পাদনা করে যুক্ত করা হয়েছে। সেখানে তিনি শ ম রেজাউল করিমের বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ সম্পর্কিত দৈনিক সমকালের একটি প্রতিবেদন নিয়ে কথা বলেছিলেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৪-এ মাছরাঙা নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ব্যারিস্টার সুমনকে সংসদ অধিবেশনে বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং শ্রমিকদের নিম্ন মজুরির সম্পর্কে বক্তব্য দিতে দেখা যায়। এই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করে তার মূল অডিও সরিয়ে দিয়ে ব্যারিস্টার সুমনের ফেসবুক পেজ থেকে ২৮ মে ২০২০-এ আপলোড করা একটি ভিডিওর অডিও ক্লিপ সম্পাদনা করে যুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রবাসীদের সম্পর্কে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করেছিলেন।
সাবেক শিক্ষামন্ত্রী দিপুমনিঃ যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৬ ফেব্রুয়ারি ২০২৪ এ প্রকাশিত একটি ভিডিওতে ব্যারিস্টার সুমন সংসদ অধিবেশনে বঙ্গবন্ধুর হত্যার বিচার বাতিল সংক্রান্ত চক্রান্ত, সতন্ত্র সংসদ সদস্য হয়েও বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান উল্লেখ করে সাত মিনিটের একটি বক্তব্য দিয়েছিলেন। এই ভিডিওর কিছু অংশ ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ২ মার্চ ২০২২ এ- ব্যারিস্টার সুমন সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনিকে উদ্দেশ্য করে চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের অবৈধ ভাবে বালু উত্তোলন প্রসঙ্গে একটি বক্তব্য তার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন। সেই বক্তব্যের অডিও ক্লিপের কিছু অংশ ব্যারিস্টার সুমনের সংসদ-বক্তব্যে সম্পাদনা করে জুড়ে দেয়া হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুঃ এই ভিডিওটিওটিও যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায় যা ৬ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত হয়েছিল। সেখানে ব্যারিস্টার সুমন সংসদ অধিবেশনে বঙ্গবন্ধুর হত্যার বিচার বাতিল সংক্রান্ত চক্রান্ত, সতন্ত্র সংসদ সদস্য হয়েও বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান উল্লেখ করে সাত মিনিটের একটি বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে, ১১ অক্টোবর ২০২০-এ ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি অস্বাভাবিক ভাবে তার বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া সম্পর্কে বলেছিলেন। সেই বক্তব্যের অডিও ক্লিপের কিছু অংশ ব্যারিস্টার সুমনের সংসদ-বক্তব্যে জুড়ে দেয়া হয়েছে।
রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিমঃ দেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত একটি ভিডিওতে ব্যারিস্টার সুমনকে সংসদ অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনমূলক একটি বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে, ৩০ জুলাই ২০২২ এ তৎকালীন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের নিন্দা করে রেল ব্যবস্থাপনা এবং রেল ক্রসিংগুলোর নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন তুলে একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের অডিও ক্লিপের কিছু অংশ ব্যারিস্টার সুমনের সংসদ-বক্তব্যে জুড়ে প্রচার করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেনঃ এই ভিডিওটিও দেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত একটি একটি ভিডিওর অংশ। সেখানেও ব্যারিস্টার সুমনকে সংসদ অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনমূলক একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করে তার মূল অডিও সরিয়ে দিয়ে ব্যারিস্টার সুমনের ১৭ এপ্রিল ২০২০-এ দেয়া একটি বক্তব্যের অডিও ক্লিপ সম্পাদনা করে যুক্ত করা হয়েছে। সেই ভিডিওতে ব্যারিস্টার সুমন তৎকালীন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক স্বপনের করোনা মহামারী এবং ডেঙ্গু পরিস্থিতির অব্যবস্থাপনা সম্পর্কে তীব্র সমালোচনা করেছিলেন।
সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনিঃ চ্যানেল টোয়েন্টিফোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪-এ আপলোড করা একটি ভিডিওতে ব্যারিস্টার সুমনকে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রনের জন্য বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে উদ্দেশ্য করেবা পরামর্শমূলক একটি বক্তব্য দিতে দেখা যায়। এই ভিডিওর কিছু অংশ ভাইরাল এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে যার মূল অডিও বাদ দিয়ে সেখানে ব্যারিস্টার সুমনের অন্য একটি বক্তব্যের অডিও ক্লিপ জুড়ে দেয়া হয়েছে। সেই বক্তব্যের ভিডিও ব্যারিস্টার সুমন ২৭ জানুয়ারি ২০২২-এ তার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী দিপু মনির আত্মীয় স্বজনদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়কে সামনে রেখে জালিয়াতি, সরকারি টাকা আত্মসাৎ এবং দুর্নিতির আশ্রয় নেয়ার অভিযোগ করে বক্তব্যটি দিয়েছিলেন।
সাকিব আল হাসানঃ এই ভিডিওটিও ২৮ ফেব্রুয়ারি ২০২৪-এ মাছরাঙা নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। সেখানে ব্যারিস্টার সুমন সংসদ অধিবেশনে বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং শ্রমিকদের নিম্ন মজুরির সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে, ১৬ মার্চ ২০২৩-এ ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁ-এ সাকিবের সাথে তার দেখা হলে সাকিব তাকে মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছিলেন।
দেখা যাচ্ছে যে, ব্যারিস্টার সুমনের ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, দিপু মনি, আবুল কালাম আব্দুল মোমেন, শ ম রেজাউল করিম, মোঃ জিল্লুল হাকিম এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগের। সুতরাং, ব্যারিস্টার সুমনের সংসদ অধিবেশনে সংসদ সদস্য হিসেবে দেয়া বক্তব্যর দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পাদিত এবং ভিত্তিহীন। তাই ফ্যাক্ট ওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।