সম্প্রতি “সিলেটে দুই ভারতীয় আটক” শিরোনামে একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের “মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস” থেকে পাওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সিলেটে আটক দুইজন ভারতের নয় মূলত নেপালের নাগরিক। তার ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
গত ০৫ নভেম্বর ২০২১ তারিখে “www.jagonews24.com” প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, জয় কুমার (৪৫) এবং তার ছেলে শান বাহাদুর (১৪) নামে দুইজনকে সিলেট কোতায়ালি মডেল থানা পুলিশ আটক করেছে। হযরত শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শকের বরাত দিয়ে বলা হয়,”আটকরা ভারতীয় নাগরিক। বাংলাদেশে ঢোকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় তিন হাজার ভারতীয় রুপি ও প্রায় তিন হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে“।
পরবর্তীতে এই প্রতিবেদনগুলোর বরাত দিয়েই ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়ে।
তবে একই সূত্রের ভিত্তিতে “somoynews.tv” এর একটি প্রতিবেদনে কোথাও আটককৃতদের “ভারতীয়” বলে দাবি করা হয়নি, “বিদেশী” হিসেবে সম্বোধন করা হয়। সেখানে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে আরোও বলা হয়, “তারা দুইজন হিন্দি ভাষায় কথা বলছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন জানিয়েছেন, তারা ভারত থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট এসেছেন। তাদের গন্তব্য নেপাল। তারা অত্যন্ত গরীব, কর্মসংস্থানের খোঁজে এখানে আসতে পারেন। তাদের সাথে তেমন কিছু পাওয়া যায়নি।”
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল হওয়া খবর থেকে কিছু কি-ওয়ার্ড নিয়ে গুগল সার্চ করা হলে “jamuna.tv” এর একটি প্রতিবেদন সামনে আসে। সেখানে ব্যবহৃত ছবি এবং ভাইরাল হওয়া খবরে ব্যবহৃত ছবি দুইটির মানুষগুলো একই। কিন্তু “অবৈধ অনুপ্রবেশের দায়ে সিলেটে দুই নেপালের নাগরিক আটক” শিরোনামের এই প্রতিবেদনে সিলেট মহানগর পুলিশের দপ্তর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দাবি করা হয় আটক দুইজন নেপালের নাগরিক।
এছাড়াও একই দাবি করা হয়েছে দৈনিক সমকালের একটি প্রতিবেদনে। পড়ুন এখানে।
পরবর্তীতে, সিলেট মেট্রোপলিটন থানায় যোগাযোগ করা হলে সেখানকার “মিডিয়া এন্ড কমিনিউটি সার্ভিস” শাখা থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়। সেখানে আটক দুইজনের পরিচয় এবং বাংলাদেশে অনুপ্রবেশের কারণ উল্লেখ করে বলা হয়: “জিজ্ঞাসাবাদে তারা 1.JAYA BAHADUR KAMI (48),Father`s Name PRADHAN BAHADUR,Dist:BHOJPUR,R.M.AAMCHOK WARD NO-4, Country-NEPAL, 2. SHAAN BAHADUR(10),Father`s Name -JAYA BAHADUR KAMI,Dist:BHOJPUR,R.M AAMCHOK,WARD,NO-4,Country-NEPAL নাম ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে অবস্থান বা আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা নেপালী নাগরিক, কাজের সন্ধানে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে কথিত পিতা-পুত্র ০২(দুই) জন অবৈধভাবে গত ০৩/১১/২০২১খ্রিঃ তারিখে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং অদ্য ০৬/১১/২০২১খ্রিঃ তারিখ বড়ছড়া হতে তামাবিল সীমানা দিয়ে গোয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে সিলেটে এসেছেন মর্মে স্বীকার করে।”
আরো বলা হয়, তাদের নাগরিকত্ব সনদ জব্দ করা হয়েছে এবং নেপালী নাগরিক হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, আটক দুইজন ভারতের নয় বরং নেপালের নাগরিক এবং তাদের পরিচয় ও বাংলাদেশে অনুপ্রবেশের কারণ সম্পর্কেও প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে সেখান থেকে।
এরই ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ভাইরাল এই খবরটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?