“তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” – খবরটি ভূয়া

24
“তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” – খবরটি ভূয়া “তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” – খবরটি ভূয়া

Published on: [post_published]

সম্প্রতি “তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” শিরোনামযুক্ত একটি ভূয়া খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু অনলাইন পোর্টাল থেকে। মূল খবরটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায়  গত বছরের একটি ধর্ষণের অভিযোগ নিয়ে। উক্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম মাওলানা আবুল মনসুর (৫৫), যিনি একটি স্থানীয় মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক। কিন্তু ভাইরাল খবরগুলোতে শিরোনাম বিকৃত করে মূল অভিযুক্তের জায়গায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।

৫, ৭ ও ৮ আগস্ট ২০২১ তারিখে “তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” শিরোনামযুক্ত খবরটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


উক্ত ভূয়া শিরোনামযুক্ত খবরটির বিস্তারিত অংশ অনুসন্ধান করে দেখা যায়, খবরটির বেশীরভাগ অংশ গত ১২ ডিসেম্বর ২০২০ তারিখে দৈনিক মানবকন্ঠ থেকে প্রকাশিত হুজুর আমার সঙ্গে ‘স্বামী-স্ত্রীর মতো ব্যবহার’ করেছে  শিরোনামের একটি খবর থেকে কপি করা হয়েছে।

মূল ঘটনাটি গতবছর ডিসেম্বরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার মাদরাসার এক কিশোরী শিক্ষার্থীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। উক্ত ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম মাওলানা আবুল মনসুর (৫৫), যিনি উম্মাহাতুল মোকমেনিন আদর্শ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মেয়েটির পরিবার বিচার চাইতে গেলে ঘটনাটি প্রকাশ পায়।

এদিকে উক্ত ভূয়া শিরোনামযুক্ত খবরগুলোতে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তির মাধ্যমে খুঁজে দেখা যায়, এটি ২০১৬ সালে “অবুঝ পাখির ভালোবাসা” নামক একটি ফেসবুক একাউন্ট থেকে আপলোড হয়েছিল। সেই ছবির সাথে আর কোনো তথ্য ছিল না।

কিন্তু এই ছবিটাই গত ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে যুগান্তর থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে। এ থেকে প্রমাণিত যে, উক্ত ছবিটির সাথে ২০২০ সালের ডিসেম্বর মাসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় ধর্ষণের অভিযোগের কোনো সংশ্লিষ্টতা নেই।

তাই ভূয়া শিরোনাম ও অপ্রাসঙ্গিক ছবি ব্যবহারের জন্য “তাহেরী হুজুর আমার সাথে স্বামী-স্ত্রীর মত আচরণ করেছে” শিরোনামযুক্ত খবরগুলো ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.