পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের — বিকৃত ভিডিও

14
পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের — বিকৃত ভিডিও পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের — বিকৃত ভিডিও

Published on: [post_published]

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ পাকিস্তানের এক মুসলিম ভাই মাশাল্লাহ। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি এডিট করা তাছাড়া বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন তুরস্কের বাসিন্দা সুলতান কোসেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

পৃথিবীর সব থেকে লম্বা মানুষের তথ্য জানতে গুগল অ্যাডভান্সড সার্চের সাহায্য নেওয়া হয়। যার সাহায্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সাইট থেকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সংক্রান্ত তথ্য জানা যায়। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন, তুরস্কের বাসিন্দা সুলতান কোসেন। ৮ ফিট ২.৮ ইঞ্চি উচ্চতার মানুষটি পেশায় কৃষক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনটি দেখুন এখানে

উল্লেখ্য, ১৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটির ১২ সেকেন্ড অংশে একটি এডিটেড ফিল্টার সরে যেতে দেখা গেছে। ফিল্টারটি সরে যেতেই বোঝা গেছে, ভিডিওটি মূলত এডিট করা। অর্থাৎ, স্বাভাবিক উচ্চতার একজন মানুষের চলাফেরার ভিডিওকে বিকৃত করা হয়েছে। যে কারণে ভিডিওর মানুষটিকে অস্বাভাবিক লম্বাকৃতির মনে হয়েছে।

প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিগত ১০০ বছরের সর্বোচ্চ উচ্চতার বিভিন্ন মানুষের তথ্য দেওয়া আছে। দেখানে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে রবার্ট ওয়াডলোর নাম পাওয়া গেছে। ১৯৪০ সালে ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হওয়া এই ব্যক্তিটির উচ্চতা ২.৭২ মিটার বা ৮ ফিট ১১.১ ইঞ্চি। এই তালিকায়  পাকিস্তানের একজন নাগরিক আলম চান্নার নামও রয়েছে। তবে বিবিসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ আলম চান্না মারা যান ১৯৯৮ সালে। আলম চান্নার ১৯৮১ সালে পরিমাপিত উচ্চতা ছিল ২.৩২ মিটার। তবে, ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তির সঙ্গে আলম চান্নার মুখের কোনও মিল পাওয়া যায়নি। বিস্তারিত প্রতিবেদনে দেখুন এখানে

যেহেতু, বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে তুরস্কের বাসিন্দা সুলতান কোসেনের নাম পাওয়া গেছে, এবং ভাইরাল ভিডিওটি এডিট করে বানানো হয়েছে – তাই এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ বিকৃত সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.