দৈনিক প্রথম আলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন নেত্রী তামান্না ফেরদৌস শিখার একটি উদ্ধৃতি প্রকাশ করেছে — এমন একটি ফটোকার্ড সম্প্রতি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ফটোকার্ডটি প্রথম আলোতে প্রকাশিত নয়। তামান্না ফেরদৌস শিখা প্রথম আলোকে এমন কোনো সাক্ষাৎকার দেন নি। তবে সোশাল মিডিয়ায় সাভারের দিনমজুর জাকির হোসেন এর বক্তব্যকে সমর্থন করে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে। কিন্তু সেই স্ট্যাটাস আর ভাইরাল ফটোকার্ডের বক্তব্য এক নয়। তাই ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডটিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
ছবিটি যে ফরম্যাটে রয়েছে প্রথম আলো তাদের ফেসবুক পেইজে নিয়মিত অনুরূপ ইমেজ ফরম্যাটে (ফটোকার্ড) সংবাদ শিরোনাম, হাইলাইট, ব্যক্তির উদ্ধৃতি এবং বিভিন্ন তথ্য পোস্ট করে থাকে। এরকম দুটো নমুনা ছবি দেখুন –
কিন্তু প্রথম আলোর ফেসবুক পেইজ খুঁজে আলোচ্য ছবিটি পাওয়া যায় নি। প্রথম আলোর ওয়েবসাইট সন্ধান করেও এ সংক্রান্ত কোনো ছবি বা সংবাদ খুঁজে পাওয়া যায় নি।
সর্বপ্রথম যে প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয় সেই পোস্টের কমেন্ট সেকশন থেকে তামান্না ফেরদৌস শিখা নামক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন নেত্রীর কমেন্ট পাওয়া যায় যেখানে তিনি দাবি করেন তার একটি বক্তব্য বিকৃত করে প্রথম আলোর লোগো ব্যবহার করে ছবিটি সম্পাদিত করা হয়েছে। সেখানে তামান্না শিখা তার প্রকৃত বক্তব্যের লিংক সংযোজিত করেছেন।
তামান্না ফেরদৌস শিখার প্রকৃত উদ্ধৃতি
তামান্না ফেরদৌস শিখার ফেসবুক প্রোফাইলে গিয়ে আলোচ্য ছবিতে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড ছবিটিও খুঁজে পাওয়া যায় যা ২০২২ সালের আগস্ট মাসে আপলোড করা হয়েছিলো।
উল্লেখ্য, প্রথম আলো এ বছর ২৭ মার্চ একটি রিপোর্টে দিনমজুর জাকির হোসেনের ‘আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ উদ্ধৃতিটির ফটোকার্ড প্রকাশ করে নানাভাবে আলোচিত-সমালোচিত হচ্ছে। এই উদ্ধৃতিকে সমর্থন জানিয়ে অনেকের মতো তামান্না ফেরদৌস শিখাও তার প্রোফাইল থেকে একই উদ্ধৃতি পোস্ট করেন। প্রথম আলোর সেই ফটোকার্ডের আদলে তামান্নার ছবি ব্যবহার করে উদ্ধৃতিটি বিকৃত করে ছবিটি সম্পাদিত করা হয়েছে।
প্রথম আলো প্র্রকাশিত ফটোকার্ড
এছাড়াও সম্প্রতি প্রথম আলো পত্রিকা দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের উদ্ধৃতির কিছু ফটোকার্ড প্রকাশ করেছে যেগুলো বিকৃত করে ফেসবুকে ছড়ানো হয়েছে। এ বিষয়ে ফ্যাক্টওয়াচের প্রতিবেদন পড়ুন এখানে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?