২০২৪ পিএসএলে কি তামিম ইকবাল অংশ নিচ্ছেন?

12
২০২৪ পিএসএলে কি তামিম ইকবাল অংশ নিচ্ছেন? ২০২৪ পিএসএলে কি তামিম ইকবাল অংশ নিচ্ছেন?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছেঃ “পিএসএলে বাবর আজমের দলে খেলবেন তামিম! আজ রাতেই পিএসএলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তামিম” শীর্ষক একটি পোষ্ট গত ৭ মার্চ থেকে ফেসবুকে দেখা যাচ্ছে। অর্থাৎ, পোষ্টের দাবি অনুযায়ী তামিম ইকবাল পিএসএলের উদ্দেশ্যে গত ৭ মার্চ বাংলাদেশ থেকে পাকিস্তান রওনা দিয়েছিলেন।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। ২০২৪ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বাবর আজমের দল পেশাওয়ার জালমির অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৪ পিএসএল এর স্কোয়াডের তালিকায় তামিম ইকবালের নাম খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, গত ১ মার্চ অনুষ্ঠিত বিপিএল ফাইনালের পরদিন  তামিম  যুক্তরাজ্য গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই গত ১০ মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ অংশগ্রহণ করার জন্য অনুশীলন করেছিলেন এবং, বিসিবির সঙ্গে বৈঠকেও বসেছিলেন। গত ৭ মার্চ তামিম ইকবাল পেশাওয়ার জালমির হয়ে খেলার জন্য পাকিস্তান যাননি বরং, তিনি তখন যুক্তরাজ্যে ছিলেন। সেখান থেকে ফিরে এখন তিনি ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক হিসেবে বাংলাদেশেই আছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোষ্টের দাবি করা হয়েছে যে, গত ৭ মার্চ বাবর আজমের দল পেশাওয়ার জালমির হয়ে খেলার জন্য তামিম ইকবাল বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

তাই তামিম ইকবাল সত্যিই পেশাওয়ার জালমির হয়য়ে খেলছেন কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই দলটির অফিসিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়। কিন্তু সেখানে ২০২৪ পিএসএল এ পেশাওয়ার জালমির স্কোয়াডে তামিম ইকবালের নাম খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ২০২৪ পিএসএলের অন্য কোনো দলের স্কোয়াডেও তার নাম খুঁজে পাওয়া যায়নি। মূলধারার কোনো সংবাদমাধ্যমেও ২০২৪ পিএসএলে তামিম ইকবালের অংশগ্রহণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে চ্যানেল টোয়েন্টিফোরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১ মার্চ বিপিএল ফাইনালে অংশগ্রহণ করার পরের দিন তামিম দেশের বাইরে গিয়েছিলেন। এরপর, এই একই সংবাদমাধ্যমে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের বরাত দিয়ে জানানো হয় যে, তামিম ইকবাল তার নিজস্ব কাজের জন্য যুক্তরাজ্য গিয়েছিলেন যেখান থেকে দেশে ফেরার সম্ভাব্য তারিখ ছিল ৭ অথবা ৮ মার্চ। তবে সেখান থেকে তামিম পাকিস্তান গিয়েছিলেন কি না নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এ সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর, প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইটে গত ৯ মার্চ প্রকাশিত “এখনো তামিমের সঙ্গে আলোচনার অপেক্ষায় বিসিবি সভাপতি” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছিল তামিম দেশে ফিরলে তার সাথে বিসিবি বৈঠকে বসবে। সেখানে তামিম ইকবালের দেশে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ৯ অথবা ১০ মার্চ উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ, এর মাধ্যমে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে, গত ৭ মার্চ তামিম বাংলাদেশে ছিলেন না। সুতরাং সেই তারিখে তামিমের বাংলাদেশ থেকে পাকিস্তান রওনা দেয়ার কথা আসে না।

পরবর্তিতে, বাংলাদেশে ফেরার পরে গত ১০ মার্চ সকালে তামিম ইকবাল মাস্কো সাকিব একাডেমিতে ব্যাটিং অনুশীলন করেন এবং রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন । এরপর, গত ১১ মার্চ তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক হিসেবে ডিপিএলে অংশগ্রহন করেন। তিনিই ডিপিএলের এবারের মৌসুমে ক্লাবটির অধিনায়ক হিসেবে খেলবেন।

যেহেতু তামিম ইকবাল এবছর পিএসএলে অংশ নিতে পাকিস্তান যাননি তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.