আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল দলে ফিরছেন– সম্প্রতি এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের এবং সেখানে তামিম ইকবাল ২০২১ সালের টি-টোয়েন্টি দলে না থাকার কথা সবাইকে জানাচ্ছিলেন। সুতরাং এটি ২০২১ সালের ভিডিও, আসন্ন ২০২২ বিশ্বকাপ বিষয়ক কোনো ভিডিও নয়। এবার তামিমকে ছাড়াই এই বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে। মূলধারার গণমাধ্যম কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নোটিশ কোথাও তার পুনরায় বিশ্বকাপ দলে ফেরার তথ্য খুঁজে পাওয়া যায়নি।
৩ মিনিট ৪৭ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওটিতে তামিম ইকবালকে দেখতে পাওয়া যায়। সেখানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বাংলাদেশ দলের প্রধান নির্বাচককে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার কথা জানাচ্ছেন।
পরবর্তীতে অনুসন্ধান করা হলে, মূল ভিডিওটি তামিম ইকবালের ভ্যারিফাইড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়। ১ সেপ্টেম্বর, ২০২১ এ তামিম ভিডিওটি তার ফেসবুক পেজে প্রকাশ করেন। এক বছর পুরনো এই ভিডিওটিকেই বর্তমানে তামিমের দলে ফেরার ভিডিও বলে দাবি করা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শুনলে স্পষ্ট বুঝা যায়, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার আগে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেয়ার কথা জানাচ্ছিলেন তিনি। সেখানে এর কারণ হিসেবে তামিম বলেছিলেন, তিনি অনেকদিন এই ফরম্যাটে খেলছেন না এবং তার জায়গায় যারা খেলছেন তাদের প্রতি অন্যায় করা হবে যদি তিনি হঠাৎ এসে জায়গাটি নিয়ে নেন। তবে তামিম সেখানে এটিও পরিষ্কার করে বলেন যে, তিনি অবসরে যাচ্ছেন না। ওই বিশ্বকাপ ছাড়া বাকি যেকোনো ম্যাচে সুযোগ পেলে খেলবেন। এসবই ২০২১ সালের কথা।
এ বিষয়ে ডেইলি স্টারের সেসময়ের একটি প্রতিবেদন দেখুন এখানে।
বর্তমানে ভাইরাল ভিডিওটি লক্ষ্য করলে দেখা যাবে, আসন্ন বিশ্বকাপে দলে ফিরছেন দাবিতে এক বছর আগের এই ভিডিওটিই প্রকাশিত হচ্ছে। শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ভিডিওর শেষের দিকে কয়েক সেকেন্ডের একটি আলাদা বক্তব্য জুড়ে দেয়া হয়েছে । যেখানে বলা হচ্ছে, “অবশেষে ভক্তদের সুখবর দিলেন তামিম ইকবাল! ওয়ার্ল্ডকাপ না খেললেও ওয়ার্ল্ডকাপের পরে টি-টোয়েন্টি দলে ফিরবে তামিম ইকবাল এমনটাই লাইভে এসে বললেন তিনি; তবে কতোটা অভিমান মনের ভিতর থাকলে, কতটা কষ্ট মনের ভিতর থাকলে দলের এমন দূর্দশার দিনেও দলে ফিরতে রাজি হয়নি তামিম ইকবাল”। অর্থ্যাৎ, ভাইরাল এই ভিডিওতেও স্বীকার করা হচ্ছে যে তামিম বিশ্বকাপ খেলছেন না। যা এই ভিডিওর ক্যাপশনের সাথে সরাসরি সাংঘর্ষিক।
উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেখানে ১৫ সদস্যের মূল দলসহ ৪ জন খেলোয়াড়কে অপেক্ষমান রাখা হয়েছে। এই ১৯ সদস্যের মধ্যে তামিম ইকবালের নাম নেই।
সম্প্রতি ১৫ সদস্যের মূল দলের দুইজনকে বাদ দিয়ে অপেক্ষমান থাকা দুইজন খেলোয়াড়কে মূল দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। সে দুইজন হলেন সৌম্য সরকার এবং শরীফুল ইসলাম।
এছাড়া মূলধারার গণমাধ্যম কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবাসাইটে তামিম ইকবালের এই বিশ্বকাপ দলে ফেরার কোনো খবর দেখা যায় নি।
সুতরাং, তামিম ইকবালের আগামী ২০২২ বিশ্বকাপে দলে ফেরার তথ্যটি সঠিক নয়। এই পোস্টগুলোতে ব্যবহৃত ভিডিওটি ১ বছর পুরনো এবং ২০২১ সালের বিশ্বকাপের। তামিম ইকবালকে ছাড়াই ২০২২ বিশ্বকাপের দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্বকাপ দলে তার পুনরায় অন্তর্ভূক্তির কোনো তথ্য মূলধারার গণমাধ্যম কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এমন ক্যাপশনসহ ভিডিওটি মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?