তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচার

14
তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচার তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি তারেক রহমানের একটি বক্তব্য ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও গুলোতেদেশবাসী হুশিয়ার ,তারেক জিয়া লাশ চায়। তারেক জিয়ার মুখে শুনেন একটি লাশের পরিবর্তে দশটি লাশ ফেল এবং এই শপথ নিয়ে আপনারা ঘরে ফিরেন। পাকিস্তান জিন্দাবাদ শীর্ষক শিরোনাম বা কাছাকাছি শিরোনাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি সম্পাদনা করা। ভিডিওটিতে ভয়েসওভার এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করা হয়েছে। এজন্য ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।

গুজবের উৎস

ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হওয়া এমনই কিছু ভিডিওর স্ক্রিনশট দেখুন এখানে, এখা্নে, এখানে, এখানে, এখানে

ভাইরাল ভিডিওটির দৈর্ঘ্য কোথাও ১৭ সেকেন্ড, কোথাও ১৮ সেকেন্ড কোথাওবা ১৯ সেকেন্ড।

ভিডিওতে তারেক রহমানকে একটি ভাষণ দিতে শোনা যায়। সেখানে তারেক রহমান বলেন একটি লাশের পরিবর্তে দশটি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান থেকে জানা যাচ্ছে ভাইরাল হওয়া তারেক রহমানের ভিডিওটি ২০১৭ সালের ২৮ মার্চ Bangladesh Nationalist Party-BNP এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ‘মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দেশনায়ক তারেক রহমানের বক্তব্য’ শিরোনামে ৪২:২৯ মিনিটের ভিডিও প্রকাশিত হয়। দ্য রয়েল রেসিডেন্স লন্ডন থেকে তারেক রহমান উক্ত বক্তব্য রাখেন। ভাইরাল হওয়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে তারেক রহমানের ২০১৭ সালে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিলে যায়।

তারেক রহমানের বক্তব্যের আসল ভিডিওটি দেখুন এখানে

ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, তারেক রহমান একটি লাশের পরিবর্তে দশটি লাশ ফেলতে বলেছেন।

তারেক রহমানকে মূল ভিডিওর ৩৭ঃ০৮ মিনিট থেকে ৩৭ঃ৪২ মিনিট পর্যন্ত বলতে শোনা যায় যে ক্ষমতায় থেকে সাংবাদিক সাগররুনির হত্যাকে বলতে পারেসবার বেডরুম পাহারা দেয়া সম্ভব না। যে ক্ষমতায় থেকে বলতে পারেএকটি লাশের বদলে ১০টি লাশ ফেলো। যার মন্ত্রী বলতে পারেএসব রাজনৈতিক ব্যাপার স্যাপার আলাপ করা যায় না। যার মন্ত্রী বলতে পারে যে, চার হাজার কোটি টাকা এটা কোনো টাকা না। জনগণের চার হাজার কোটি টাকা খোয়া যাচ্ছে অথচ এটা কোনো টাকা না। সেই দলের রাজনীতি কি এটা কি আর পরিষ্কার করে বলার দরকার আছে?

অর্থ্যৎ এখানে তারেক রহমান মূলত আওয়ামী লীগ সরকার একটি লাশের বদলে ১০টি লাশ ফেলার নির্দেশ দিয়েছে– এমনটি বুঝাতে চেয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে তারেক রহমানের মুখে বলানো হচ্ছে “আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।

তবে মূল ভিডিওটির ৪২ঃ১০ মিনিট থেকে ৪২ঃ২৭ মিনিট পর্যন্ত তারেক রহমানকে বলতে শোনা যায়, “আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ্‌ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ্‌ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।

অর্থাৎ তিনি “পাকিস্তান জিন্দাবাদ” বলেন নি। “বাংলাদেশ জিন্দাবাদ” বলেছেন।

মূল ভিডিওটিতে দেখা যাচ্ছে তারেক রহমান ১২ঃ২৬ মিনিট থেকে ইউকে বিএনপির প্রকাশিত বইয়ের পরিচয় দিচ্ছেন এবং পড়ে শোনাচ্ছেন। ভিডিওটির ১৪ঃ৫৬ মিনিটে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে পাকিস্তান জিন্দাবাদ উল্লেখ থাকার বিষয়টি পড়ে শোনান। ধারণা করা যায়, এখান থেকেই পাকিস্তান শব্দটির ভয়েস এডিটিং করে বাংলাদেশের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে।

এসব থেকে পরিষ্কার যে, তারেক রহমানের বক্তব্যটি ভয়েসওভার এডিটিং এর মাধ্যমে করা হয়েছে।

বাংলাদেশের ফ্যাক্টচেকিং ওয়েবসাইট Rumor Scanner এবং Boom ও ভাইরাল ভিডিওগুলো নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে এবং তাদের রিপোর্টেও এগুলোকে ভয়েসওভার এডিটিং বলে দাবি করা হচ্ছে।

Rumor Scanner এবং Boom এর রিপোর্টগুলো দেখুন এখানে, এখানে

তাছাড়া, ভাইরাল হওয়া ভিডিওগুলোর কোন তথ্যসূত্র দেওয়া হয়নি। বাংলাদেশের মূল্ধারার কোন গণমাধ্যমও তারেক রহমানের এমন কোন বক্তব্যের সংবাদ প্রকাশ করেনি।

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে ভয়েসওভার এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়ছে। এজন্য ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করছে।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.