মাওলানা তারিক জামিল সড়ক দুর্ঘটনায় আহত হন নি

22
মাওলানা তারিক জামিল সড়ক দুর্ঘটনায় আহত হন নি মাওলানা তারিক জামিল সড়ক দুর্ঘটনায় আহত হন নি

Published on: [post_published]

“ইন্না-লিল্লাহ পাকিস্তানের মাওলানা তারিক জামিল (হাফিঃ) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সবাই হুজুরের সুস্থতার জন্য দোয়া করবেন” – এমন একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, তথ্যটি সঠিক নয়। তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন।

গুজবের উৎস

১৪ই নভেম্বর দুপুর থেকে বাংলা ভাষার বিভিন্ন পেজ এবং গ্রুপ থেকে এই গুজবটা ছড়াতে দেখা যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে  ।

এছাড়া, VP Nurul Haque Nur Fans page The Daily Life পেজ থেকে এই দুর্ঘটনার খবর দেওয়া হলেও পরে পোস্ট এডিট করে জানানো হয়, এটি গুজব ছিল।

অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে dailynewslive24 এ এই খবরটি ছাপা হয়েছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

মাওলানা তারিক জামিল এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ ১৪ই নভেম্বর দুপুর ১২:৪৮ মিনিটে উর্দু ভাষায় এক পোস্টে বলা হয়, ‘গত রাত থেকে মাওলানা তারিক জামিলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার যে গুজবটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাওলানা সাহেব সূস্থ এবং নিরাপদ আছেন’ । (উর্দুতে – گزشتہ رات سے مولانا صاحب کے بارہ میں حادثہ کی خبر چل رھی ھے جو کہ بالکل غلط اور بے بنیاد ھے۔

مولانا صاحب الحمدللہ بالکل ٹھیک ھیں اور خیروعافیت سے ھیں۔)

এই ফেসবুক স্ট্যাটাসকে রেফারেন্স হিসেবে গ্রহণ করে কয়েকটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে।

যেমন- ourislam24.com এর এই খবরে বলা হয়েছে- পাকিস্তানের প্রসিদ্ধ দায়ী ও আলেম মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর ভিত্তিহীন। রোববার (১৪ নভেম্বর) মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে তা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, গতকাল রাত থেকে মাওলানা সাহেবের (মাওলানা তারিক জামিল) দূর্ঘটনার খবর প্রচার হচ্ছে। যা ভুল এবং ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

 এর আগে মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সংবাদে বিভ্রান্ত হয় ধর্মপ্রাণ মানুষ। আজ এই সংবাদটি ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীও অন্যদের সচেতন করার উদ্দেশ্যে পোস্ট দিচ্ছেন।


ছবির উৎস অনুসন্ধান

কয়েকটি পোস্টে মাওলানা তারিক জামিল এর ছবি হিসেবে এক রক্তাক্ত তরুণের ছবি পোস্ট করা হয়েছে। ছবির উপরে বাংলায় ‘তারিক জামিল’ লিখেও দেওয়া হয়েছে।

তবে এই ছবিটাকে ২০১৯ সালেও ফেসবুকে দেখা গিয়েছে।  যেমন- جمعیت سوشل میڈیابلوچستان পেজ থেকে ২০১৯ এর ৩০শে মে এই ছবি পোস্ট করা হয়েছিল। উর্দুতে ক্যাপশনে লেখা হয়েছিল, প্রখ্যাত তরুণ দ্বীনি আলেম মাওলানা আজাদ জামিল সাহেব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

সে সময়ে মাওলানা আজাদ জামিল এর রোড এক্সিডেন্টের একটি খবর ও ইউটিউবে পাওয়া যাচ্ছে।

২০১৯ এর সেপ্টেম্বরেও একই ছবি দেখা গিয়েছে ফেসবুকে । অর্থাৎ, এটা নিশ্চিত যে, ভাইরাল হওয়া ছবিটি সাম্প্রতিক কোনো ছবি নয় কিংবা তারিক জামিলের ছবি নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, নামের সাদৃশ্য থাকলেও, আজাদ জামিল এবং তারিক জামিলের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই, কিংবা তারা বাবা-ছেলেও নন

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ মাওলানা তারিক জামিলের দুর্ঘটনায় আহত হওয়ার এই ভাইরাল খবরটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.