বিতর্ক প্রতিযোগীর ভিডিওটি সৈয়দ নাজমুল কবিরের, তারেক জিয়ার নয়

93
বিতর্ক প্রতিযোগীর ভিডিওটি সৈয়দ নাজমুল কবিরের, তারেক জিয়ার নয়
বিতর্ক প্রতিযোগীর ভিডিওটি সৈয়দ নাজমুল কবিরের, তারেক জিয়ার নয়

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে একটি বিতর্ক প্রতিযোগিতার রিল ভিডিও ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। সেখানে অংশগ্রহণকারী এক বিতার্কিকের বক্তব্য প্রদানের ভিডিওকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের ভিডিও বলে দাবি করা হচ্ছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়,  এটি তারেক রহমানের কোনো ভিডিও নয়। ভিডিওটি মূলত ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের একটি অংশ। এবং, ভাইরাল ভিডিওতে যেই বিতার্কিককে দেখানো হয়েছে তার নাম হচ্ছে সৈয়দ নাজমুল কবির, যিনি তখন চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুলের ছাত্র ছিলেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

ভাইরাল হওয়া ভিডিওতে যেই বিতার্কিককে দেখানো হয়েছে তিনি আসলেই তারেক জিয়া ছিলেন কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে AH Studio নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৯ এপ্রিল প্রকাশ করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৫৯ মিনিট থেকে ১ ঘণ্টা ১৯ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে ভাইরাল হওয়া ভিডিওটি মিল খুঁজে পাওয়া যায়।

মূল ভিডিওটির ৫৯ মিনিট ১০ সেকেন্ডের সময় বিতর্কের উপস্থাপক সৈয়দ নাজমুল কবিরের নামের একজন বিতার্কিকের নাম ঘোষণা করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে সৈয়দ নাজমুল কবির  চট্টগ্রাম বি এ এফ শাহীন স্কুলের ছাত্র। কিন্তু তারেক রহমান কখনও চট্টগ্রাম বি এ এফ শাহীন স্কুলের ছাত্র ছিলেন কি না এ সংক্রান্ত কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে পাওয়া যায়নি।

অন্যদিকে, তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। ১৯৯৪ সালে তার বয়স কমপক্ষে ২৬। কিন্তু,  ১৯৯৪ সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই ছিল স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী।

অতএব, সবকিছু বিবেচনা করে তাই ভিত্তিহীন এই দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh