হঠাৎজরুরীলাইভেএসেগানবাজনাছেড়েদিয়েভালোহওয়ারঘোষণাদিলেনতাশরীফখানআলহামদুলিল্লাহ – এই শিরোনামে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এসব ভিডিওতে দাবি করা হচ্ছে ,ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সঙ্গীতশিল্পী তাশরিফ খান গানবাজনা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন । তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা হিসেবে সনাক্ত করছে ।
গত ৫ই মার্চ জানা যায়, সঙ্গীতশিল্পী তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার মুখের একটি পাশ সাময়িকভাবে কিছুটা বেঁকে গিয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই ৫ই মার্চ এসব কথা জানান তাশরিফ খান।
এরপর গত ৭ই মার্চ এবং ১১ই মার্চ তারিখে দু’টি ফেসবুক লাইভ করে তাশরিফ খান । এসব লাইভে নিজের অসূস্থতা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে এসবের মধ্যে কোথাও গান বাজনা ছাড়ার কথা বলেন নি।
অন্যদিকে গত ১২ই মার্চ থেকে কয়েকটি ফেসবুক পেজে গান বাজনা ছেড়ে দিয়ে ভালো হওয়ার ঘোষণা দিলেন তাশরীফ খান ক্যাপশন সহ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাশরিফ খান এর ৭ই মার্চ এর ফেসবুক লাইভ এর কিছু অংশ দেখানো হয়েছে, এবং তারপর ভিডিওর ভাষ্যকার নিজেই তাশরিফের গান বাজনা ছাড়ার কথা জানাচ্ছেন।
Nur TV নামক ফেসবুক পেজের এই ভিডিওটা বিশ্লেষণ করা যাক। ৪ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওর স্ক্রিণের বাম পাশে সাদা পোষাক পরা ভিডিওর ভাষ্যকার কে দেখা যায়, এবং ডান পাশে তাশরিফ খানের ৭ই মার্চের পুরনো ভিডিওটা দেখা যায়। পুরো ভিডিওতে কখনো তাশরিফ খানের ভিডিও প্লে করা হয়, আবার কখনো তাশরিফের ভিডিও থামিয়ে রেখে ভাষ্যকার নিজে কথা বলেন ।
ভিডিওর শুরুতে দেখা যায়, তাশরিফ বলছেন, চেষ্টাকরবোযারাআমারজন্যদোয়াকরেছেনএমনকোনোভালোকাজকরারবাএমনভাবেমানুষেরজন্যকাজকরতেচাইযেনআ[পনারাওদেখেহাসেনআপনারাওদেখেখুশিহন– এবংআলহামদুলিল্লাহআমিব্যালেন্সপাচ্ছিঠোঁটে, যেটাআগেআমিপাচ্ছিলামনা।আমারএইপাশদিয়েবাতাসবেরহয়েযেতো, ( মুখফুলিয়েবাতাসআটকেরেখে) কিছুটাসোজা, আমিঅনেকজায়গায়হুজুরদেরকেওদেখেছিআমারজন্যদোয়াকরেছেন।অনেকমাহফিলেওদোয়াকরেছেন।অনেকএতিমখানায়দেখেছিআমারজন্যদোয়াপড়ানোহয়েছে, এটারকৃতজ্ঞতাআমিজানিনাআসলে।কিএরকমপূন্য…
এরপর ৩০তম সেকেন্ডে তাশরিফের ভিডিওর অডিও থামিয়ে রেখে ভাষ্যকার (জনাব নুর আলম) কথা বলা শুরু করেন। তিনি বলেন, সুস্থহয়েইগানবাজনাছেড়েভালোহওয়ারঘোষণাদিলেনতাশরিফখান।হঠাৎলাইভেএসেএকিবললেনচলুনআমরাতারলাইভথেকেবিস্তারিতশুনিএবংহিরোআলমেরবদদোয়ারকারণেইনাকিতারমুখবাঁকাহয়েছেএইবিষয়টিনিয়েওমুখখুলেছেনতাশরিফখান।চলুনআমরাতারমুখথেকেসম্পূর্ণআলোচনাশুনি।
এরপর তাশরিফ খানের সুস্থতার জন্য ভিডিওটির সর্বোচ্চ শেয়ার কামনা করে পেইজটিকে ফলো করতে বলা হয়।
তারপর ১ মিনিট ২ সেকেন্ডে আবার তাশরিফ খানের বক্তব্য শুরু হয়, যেখানে তিনি বলেন,
তাশরিফের বক্তব্য অসম্পূর্ণ রেখে এখানেই ভিডিও শেষ হয় ।
লক্ষ্য করুন, পুরো বক্তব্যের কোথাও কিন্তু তাশরিফ খান তার গান বাজনা ছাড়ার বিষয়ে কোনো কথাই উল্লেখ করেননি।
ভিডিওটি অনুসন্ধান করে দেখা যাচ্ছে, নুর টিভির এই ভিডিওতে তাশরিফ এর ক্লিপটি নেওয়া হয়েছে “তাশরিফ খান” পেজ থেকে ১১ই মার্চ তারিখের ফেসবুক লাইভ থেকে। ১১ই মার্চের ওই লাইভ এর দৈর্ঘ্য ছিল ১৪ মিনিট ৪৩ সেকেন্ড এবং লাইভের শিরোনাম ছিল- চিকিৎসা বিড়ম্বনা, দোয়া এবং অভিশাপ সমাচার! । এই ভিডিওতে তাশরিফ খানের পোষাকের সাথে নুর টিভিতে দেখা তাশরিফ খানের পোষাক মিলে যাচ্ছে । নুর টিভির ভিডিওর ১ মিনিট দ্বিতীয় সেকেন্ড থেকে শেষ পর্যন্ত সময়টুকু নেওয়া হয়েছে তাশরিফের ১১ই মার্চের লাইভের ৮ মিনিট ৩২ সেকেন্ড থেকে ১২ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত তাশরিফ খানের বক্তব্য শোনানো হয়েছে।
এছাড়া, নুর টিভির ভিডিওর প্রথম ৩০ সেকেন্ড ও তাশরিফ খানের উক্ত ভিডিও থেকেও টুকরো টুকরো করে জড়ো করা হয়েছে।
অর্থাৎ, এটা পরিষ্কার যে তাশরিফ খানের ১১ই মার্চের ভিডিওতে গান বাজনা ছাড়ার কোনো প্রসঙ্গ ছিল না। এছাড়া মূল ধারার কোনো গণমাধ্যমেও তার গান ছাড়ার কোনো খবর কেউ কভার করেনি।
তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ভিডিওগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?