তসলিমা নাসরিনের মৃত্যুর গুজব

58
তসলিমা নাসরিনের মৃত্যুর গুজব
তসলিমা নাসরিনের মৃত্যুর গুজব

Published on: [post_published]

সম্প্রতি “ভুল চিকিৎসার কারণে মারা গেলেন তাসলিমা নাসরিন” শিরোনামে একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিরোনামে তসলিমা নাসরিন মারা গেছেন দাবি করা হলেও এর বিস্তারিত অংশে এমন কোনো তথ্য নেই। সম্পূর্ণ খবরটি তসলিমা নাসরিনের সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে তার মৃত্যুর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। বরং এমন খবর প্রকাশের পরেও তসলিমা নাসরিনের ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাওয়া যায়।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

“wdnews9.com” নামে একটি ওয়েবপোর্টালে ২১ জানুয়ারি, ২০২৩ এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

ভাইরাল এই খবরের শিরোনামে তসলিমা নাসরিন মারা যাওয়ার দাবি করা হলেও মূল খবরে এমন কিছু বলা হয়নি। সেখানে তসলিমা নাসরিনের সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিভিন্ন দাবি করা হচ্ছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করে সেই ফেসবুক স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়। ২১ জানুয়ারি, ২০২৩ এ তসলিমা নাসরিন তার ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি লিখেন। সেখানে তার ভুল চিকিৎসা হয়েছে দাবি করে তিনি লিখেন,” লক্ষ লক্ষ টাকা দিয়ে হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে বাড়ি ফিরলাম। শুক্রবার দুপুরে  হোঁচট খেয়ে পড়ে  হাঁটুতে ব্যথা নিয়ে   হাসপাতালে গিয়েছিলাম শুক্রবার রাতেই।  এক্সরে করে দেখতে  চেয়েছিলাম হাঁটুর লিগামেন্টে কিছু হলো কি না। হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না আমার। হিপ জয়েন্ট ডাক্তাররা পরীক্ষা করেও দেখেননি। কিন্তু এক্সরে করে বলে দিলেন আমার হিপ ভেঙ্গেছে,  হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তারপর তো ডাক্তারদের ওপর শতভাগ বিশ্বাস, আমার অজস্র নির্বুদ্ধিতা,  আমাকে ওদের ভিক্টিম করেছে।“

ভাইরাল এই খবরেও প্রায় এই কথাগুলোই বলা হচ্ছে। কিন্তু এর সাথে “ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা গেলেন তাসলিমা নাসরিন” এই শিরোনামটি জুড়ে দেয়ায় বিভ্রান্তির তৈরি হয়।

 

২১ জানুয়ারি প্রকাশিত ভাইরাল এই প্রতিবেদনে তার মৃত্যুর কথা বলা হলেও, সর্বশেষ ২২ জানুয়ারি বেলা ৩ টার দিকে তসলিমা নাসরিনের ভ্যারিফাইড আইডি থেকে তাকে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায়।

এছাড়া মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরশীল কোনো সূত্র থেকেই তার মারা যাওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

 

এর আগেও তসলিমা নাসরিনের মৃত্যুর গুজব ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ নিয়ে ফ্যাক্টওয়াচের পুরনো একটি প্রতিবেদন পড়ুন এখানে

 

সুতরাং, নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে তসলিমা নাসরিনের মৃত্যুর খবরটি সঠিক নয়। ভুল শিরোনামে দাবিটি করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এসব ফেসবুক পোস্টকে “মিথ্যা” চিহ্নিত করা হয়েছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.