সম্প্রতি “তসলিমা নাসরিন মৃত্যুবরণ করছেন” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে shahidajannat নামের একটি অনলাইন পোর্টাল। বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, খবরটি বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট “রিমেম্বারিং” হয়ে যাওয়া নিয়ে। পরবর্তীতে ১৮ জানুয়ারি ২০২২ (মঙ্গলবার) রাতে অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন তসলিমা নাসরিন। ভূয়া শিরোনামে সংবাদ পরিবেশনের কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা গেছে, এটি ১৮ জানুয়ারি ২০২২ তারিখে বাংলা ট্রিবিউন থেকে প্রকাশিত একটি খবর থেকে হুবহু কপি করা হয়েছে। “তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক” শিরোনামে খবরটি পড়ুন এখানে। সাধারণত কারো মৃত্যু হলে তার অ্যাকাউন্ট এভাবে “রিমেম্বারিং” করে দেয় ফেসবুক।
বিষয়টি নিয়ে ১৮ জানুয়ারি ২০২২ তারিখে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছিলেন তসলিমা নাসরিন। এমন দুটি টুইট দেখুন এখানে এবং এখানে।
পরবর্তীতে ১৮ জানুয়ারি ২০২২ (মঙ্গলবার) রাতে অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন তসলিমা নাসরিন। যদিও উক্ত ভূয়া শিরোনামে প্রকাশিত খবরটি দ্বারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং ফেসবুক কমেন্টবক্সে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এমন কিছু বিভ্রান্তির নমুনা দেখুন নিচের ছবিগুলোতে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?