সম্প্রতি ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের সঙ্গে মুখে দাড়ি, পাঞ্জাবি ও টুপি পড়া এক ব্যক্তির ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে তাদের সামনে বেশ কিছু মদের বোতল দেখা যাচ্ছে। ক্যাপশনে এই ব্যক্তিকে বাংলাদেশের ‘তৌহিদী জনতা’ উল্লেখ করে দাবি করা হচ্ছে, তিনি মদের বোতল বিক্রি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, গ্রেফতারের এই ঘটনাটি পাকিস্তানের। গ্রেফতারকৃত এই ব্যক্তি বাংলাদেশী কেউ নন। তিনি মূলত পাকিস্তানের একজন কাস্টমস কর্মকর্তা। মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তাকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। তাই, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।
আলোচিত ছবিটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে E Syndicate Network নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত রিপোর্টে ভাইরাল ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ২০১৯ সালে পাকিস্তান পুলিশ মদের বোতল বিক্রি করার অভিযোগে ইউনুস এবং খালিদ নামে দুই কাস্টমস কর্মচারীকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে কমপক্ষে ৮৩ বোতল আমদানি করা মদ উদ্ধার করেছে। এই দুইজনের মধ্যে একজন ছবিতে দেখানো পাঞ্জাবি এবং টুপি পরিহিত ব্যক্তি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম Ary News এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই একই ঘটনা সম্পর্কিত রিপোর্ট খুঁজে পাওয়া যায়। সেখানেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বরে প্রকাশিত এই রিপোর্ট থেকে জানা যায়, মদের বোতলগুলো আগে কাস্টমস কর্তৃক জব্দ করা হয়েছিল। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর এই জব্দকৃত মদের বোতলগুলো বিক্রির অভিযোগে উপরে উল্লেখিত দুই কাস্টমস কর্মকর্তাকে গ্রেফতারের এই ঘটনাটি ঘটে। পাকিস্তান পুলিশের একজন এসএসপি শওকত খতিয়ানের বরাত দিয়ে উল্লেখ করা হয়, “সন্দেহভাজনরা তাদের অপরাধ স্বীকার করে পুলিশকে জানিয়েছে যে, তারা এবং তাদের ছয় সহকর্মী গত সাত বছর ধরে করাচির ক্লিফটন এবং ডিফেন্স এলাকায় লাখ লাখ টাকার মদের বোতল বিক্রির সঙ্গে জড়িত ছিল।”
দেখা যাচ্ছে যে, গ্রেফতারের এই ঘটনাটি বাংলাদেশের নয় বরং পাকিস্তানের। সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: ফেসবুকে ভাইরাল হওয়া ছবির ক্যাপশনে দাবি করা হচ্ছে, পাঞ্জাবি এবং টুপি পরিহিত মুখে দাড়ি সহ ব্যক্তি বাংলাদেশের একজন 'তৌহিদি জনতা(ডানপন্থী ইসলামী কর্মী)' যে কিনা মদের বোতল বিক্রি করতে গিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh