সম্প্রতি জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটে অর্থমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন যে, যাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় কিন্তু আয় করমুক্ত সীমার নিচে রয়েছে তাদেরকে আগামী অর্থবছর থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা কর দিতে হবে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, আয় না থাকলেও যাদের এনআইডি (NID) বা জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদেরকে দুই হাজার টাকা কর দিতে হবে। এটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এনআইডি নয় বরং, যাদের টিআইএন (TIN) বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে এবং যাদের কোন প্রয়োজনে আয়কর রিটার্ন বা বিবরণী দাখিল করতে হয়, তাদেরকে দুই হাজার টাকা আয়কর দিতে হতে পারে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে করমুক্ত আয়সীমা হচ্ছে তিনলাখ টাকা এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং নারীর ক্ষেত্রে এই আয়সীমা হচ্ছে সাড়ে তিনলাখ টাকা। তবে, রিটার্ন দাখিলে দুই হাজার টাকা কর দেওয়ার প্রস্তাবটি জাতীয় সংসদে পাশ হলে যাদের আয়সীমা তিনলাখ বা সাড়ে তিনলাখ টাকার নিচে এবং যাদের টিআইএন (TIN) রয়েছে তাদেরকে ঐ দুই হাজার টাকা দিতে হবে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত “এনআইডি (NID) থাকলে দিতে হবে দুই হাজার টাকা কর” শীর্ষক পোস্টের দাবিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।