সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ভিডিওকে বাংলাদেশের নতুন কারিকুলামের জন্য শিক্ষক প্রশিক্ষণের ভিডিও বলে দাবি করা হচ্ছে। তবে অনুসন্ধান করে দেখা গেছে, উক্ত ভিডিওটি প্রায় পাঁচ বছরের পুরানো এবং এর সাথে বাংলাদেশের কোন সম্পৃক্ততা নেই। ২০১৯ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই ভিডিওটি ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা শেয়ার করেছেন। তাছাড়া, ভিডিওতে যে ছড়াটি শোনা যাচ্ছে সেটা একটি হিন্দি ছড়া, যা ভারতের শিশু শ্রেণীর বাচ্চারা বিনোদনের জন্য গেয়ে থাকে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি বাংলাদেশের নতুন কারিকুলামের জন্য শিক্ষক প্রশিক্ষণের ভিডিও কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখেছি। আমাদের অনুসন্ধানে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও এবং ফেসবুকে শেয়ারকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। ‘Noori Academy’ নামক ইউটিউব চ্যানেল থেকে গত ০৩ এপ্রিল ২০১৯ এ প্রকাশিত Upar Chanda Gol Gol || Ammi ki Roti Gol Gol || Kids Rhyme || Teacher Training || اوپرچندہگولگول – শীর্ষক শিরোনামের একটি ভিডিও পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির বেশ মিল রয়েছে। ‘Just Hyderabadi Things’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১০ ফেব্রুয়ারি ২০১৯ এ শেয়ারকৃত ভিডিওটির সাথেও আমাদের আলোচিত ভিডিওর মিল পাওয়া গেছে। অতঃপর সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও এবং আমাদের অনুসন্ধানে প্রাপ্ত দুটো ভিডিওতে একই ছড়া কেটে শিক্ষক-শিক্ষিকাদের কসরত করতে দেখা গেছে। ছড়ার কথাগুলো ছিলো এমন –
“উপর চান্দা গোল গোল,
নিচে ধার্তি গোল গোল।
আম্মি কি রোটি গোল গোল,
আব্বু কা প্যায়সা গোল গোল।
দাদা কি আয়না গোল গোল,
নানা কি টোপি গোল গোল।
কানা কি আয়না গোল গোল,
নানা কি টোপি গোল গোল।
তুম ভি গোল হাম ভি গোল,
সারি দুনিয়া গোল গোল।”
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে ২০১৯ সাল থেকে শুরু করে এর পরবর্তী বিভিন্ন সময়ে শেয়ারকৃত “উপর চান্দা গোল গোল, নিচে ধার্তি গোল গোল” ছড়ার বেশকিছু ভিডিও পাওয়া গেছে, যেগুলো ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল এবং পেজ থেকে শেয়ার করেছেন। এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
এরপর আলোচিত ছড়াটি সম্পর্কে জানতে আমরা গুগলে অনুসন্ধান করি এবং ছড়াটির বেশকিছু ভিডিও খুঁজে পাই। উক্ত ভিডিওগুলো থেকে জানা গেছে, “উপর চান্দা গোল গোল, নিচে ধার্তি গোল গোল” একটি হিন্দি ছড়া, যা ভারতের শিশুদের কাছে বেশ জনপ্রিয় এবং শিশু শ্রেণীর বাচ্চারা এটি বিনোদনের জন্য গেয়ে থাকে। ছড়াটির কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে যে ভিডিওটিকে বাংলাদেশের নতুন কারিকুলামের জন্য শিক্ষক প্রশিক্ষণের বলে দাবি করা হচ্ছে তা বাংলাদেশের তো নয়ই, পাশাপাশি সেটা প্রায় পাঁচ বছরের পুরানো একটি ভিডিও।
এর আগে নতুন কারিকুলামের জন্য শিক্ষক প্রশিক্ষণ দাবিতে ভাইরাল হওয়া বেশকিছু ভিডিও ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখেছে এবং উত্থাপিত দাবিগুলো নাকচ করে দিয়েছে। এই বিষয়ে ফ্যাক্টওয়াচের প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।