না-খেলেই ভারতকে বিশ্বকাপ দিয়ে দিতে বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক?

8
না-খেলেই ভারতকে বিশ্বকাপ দিয়ে দিতে বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক? না-খেলেই ভারতকে বিশ্বকাপ দিয়ে দিতে বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক?

Published on: [post_published]

ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ইন্ডিয়ার সাথে ম্যাচ হেরে বলেছেন, এভাবে না খেলে বিশ্ব কাপটাই ভারতকে দিয়ে দেন। আম্পায়ারের দুর্নীতির প্রতিবাদে তিনি কথাটি বলেছেন বলে ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, বাভুমা এমন কোনো মন্তব্য করেননি। বরং প্রেস ব্রিফিংয়ে ভারতের সাথে ম্যাচ হারার কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকে দায়ী করেছেন। যে কারণে ভিত্তিহীন দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

ছড়িয়ে পড়া পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

৫ নভেম্বর ২০২৩ তারিখে ভারতের কাছে ম্যাচ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ৮৩ রানে অলআউট হয় দলটি। এরপর থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা হারের পিছনে আম্পায়ারদের দুর্নীতিকে দায়ী করেছেন। সে কারণে ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে বাভুমার কি ধরণের কথাবার্তা হয়েছিল তা জানতে চেষ্টা করে ফ্যাক্টওয়াচ। বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ম্যাচ হারের পরে বাভুমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আসলে কি বলেছিলেন। প্রতিবেদনটির মূল অংশ-

“আমরা রান তাড়া করতে গিয়ে এর আগেও হেরেছি। আমি জানতাম এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের জন্যে। আমাদের ব্যাটারদের সঙ্গে এর‌ আগে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের ম্যাচে ভারত প্রথম ১০ ওভারে ৯০ রান করে ফেলে। আমরা তারপর ভালো বোলিং করে ম্যাচে ফিরে এসেছিলাম। আমরা ওদের রান রেটটাও কমিয়ে ফেলেছিলাম।রোহিত শর্মা ওদের হয়ে ম্যাচটা সেট করে দিয়েছিল। এরপর কোহলি এবং শ্রেয়স আইয়ার খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে। উইকেট যেভাবে খেলেছে আমরা কিছুটা সেই ভাবেই পরিকল্পনা করেছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা মানিয়ে নিতে পারিনি। সম্ভাবনা রয়েছে আমরা এই উইকেটে এখানে ফের একবার খেলতে পারি সেমিফাইনালে”। প্রতিবেদনটি দেখুন এখানে।

আরও একটি প্রতিবেদনে এভাবে বিস্তারিত এসেছে যে বাভুমা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন,

“বোলিংয়ের সময় প্রথম ১০ ওভারে যেরকম পারফরম্যান্স হয়েছিল, তাতে চ্যালেঞ্জ বেড়ে যায়। ওরা প্রথম ১০ ওভারে ৯০ রান তুলে ফেলে। সেটার পরে আমরা ভালো খেলেছি। রানরেট কমিয়ে নিয়ে আসি আমরা। উইকেট তোলাটাই সবথেকে বড় চ্যালেঞ্জের ছিল। ভারত বড়-বড় জুটি গড়ে তোলে।

রোহিত সেই মঞ্চটা তৈরি করে দেয়। কোহলি এবং আইয়ারের মধ্যে ভালো জুটি গড়ে ওঠে। যে পরিস্থিতি ছিল, সেটা শেখার বিষয় ছিল। আমরা যেরকম ভেবেছিলাম, সেরকমই আচরণ করেছে পিচ। আমরা আন্দাজ করেছিলাম যে পিচের অবস্থা ক্রমশ খারাপ হবে। সেটাই হয়েছে। কিন্তু ভালোভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি”। প্রতিবেদনটি দেখুন এখানে

উল্লেখ্য, বাভুমার সেদিনের বক্তব্যের একটি ভিডিও ইউটিউবে সার্চ করে পাওয়া গেছে। বক্তব্যটি দেখুন এখানে। তাঁর এই বক্তব্যটি নিয়ে পরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বক্তব্যটির সারমর্ম এটিই যে তাঁর দল নিজেদের উপরে সুবিচার করতে পারিনি। তাদের যেই যোগ্যতা আছে তা প্রমাণ করতে পারেনি।

অর্থাৎ বাভুমা গণমাধ্যমের কাছে যেই বক্তব্য দিয়েছেন সেখানে আম্পায়ারের দুর্নীতি বা বিশ্বকাপটাই ভারতকে দিয়ে দেয়া হোক এমন ধরণের কোনো কথা নেই।

বিভিন্ন পোস্টে যে দাবিগুলো করা হয়েছে তা মূলত তথ্য-উপাত্ত ছাড়াই। বাভুমার একটি ছবি ব্যবহার করে তার সাথে কণ্ঠস্বর জুড়ে দিয়ে দাবিগুলো করা হয়েছে। সার্বিক তথ্য-প্রমাণে দেখা যাচ্ছে বাভুমা এমন কোনো মন্তব্য করেননি।

সঙ্গত কারণে ভিত্তিহীন দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.