সম্প্রতি ফেসবুকে ভিন্ন ভিন্ন শিরোনামে পত্রিকার পুরনো কলামের একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টগুলো বাংলাদেশের বর্তমান সময়ের পাঠ্যপুস্তকের দিকে ইঙ্গিত করছে। কিন্তু ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া পত্রিকার কলামের ছবিটা বর্তমান সময়ের না। উক্ত কলামে “নিজেকে জানো” নামক যে বইয়ের কথা বলা হচ্ছে সেটা ২০১৪ সালে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু এই বইটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির অংশ ছিলো না। তাছাড়া বর্তমান সময়ের অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতেও “নিজেকে জানো” নামক কোন বই নেই। এসব কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।
গুগল কি-ওয়ার্ডে অনুসন্ধানে টাইম নিউজ নামক ওয়েবসাইটে হুবহু একই শিরোনামে একই ধরণের সংবাদ পাওয়া যাচ্ছে, যে সংবাদটি প্রকাশ হয় ২৬ জুলাই, ২০১৪ সালে। এ থেকে বোঝা যায় বর্তমানে ভাইরাল হওয়া সংবাদ কলামের ছবিটি বর্তমান সময়ের নয়।
৫ই আগস্ট, ২০১৪ সালে “‘নিজেকে জানো’- একটি যুগান্তকারী পদক্ষেপ” শিরোনামে BANGLA NEWS 24.com ওয়েবসাইটে শাখাওয়াত নয়ন একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন । সেই নিবন্ধ থেকে জানা যাচ্ছে তৎকালীন সময়ে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের “নিজেকে জানো” নামক প্রজনন স্বাস্থ্য বিষয়ক পুস্তক বিতরণ করা হয়েছিল।
এই পুস্তিকাটি কতগুলো স্কুলে বিতরণ করা হয়েছিল তার সঠিক পরিসংখ্যান ফ্যাক্টওয়াচ সংগ্রহ করতে পারেনি । তবে ২০১৪ সালে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের অষ্টম শ্রেণী পড়ুয়া ডজনখানেক শিক্ষার্থীর সাথে কথা বলে ‘নিজেকে জানো’ বই বিতরণ বা ক্লাসরুমে পড়ানোর কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা জানা সম্ভব হয়নি। অনুমান করা যায় , সীমিত পরিসরে ঢাকা শহরের অল্প কয়েকটি স্কুলেই শুধু এই বই বিতরণ করা হয়েছিল।
বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘নিজেকে জানো’ কি-ওয়ার্ড সার্চের ফলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।
উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। “নিজেকে জানো” বইটি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বিতরণ করা হয়েছে, এনসিটিবি থেকে নয়। তাই বইটি বাংলাদেশের শিক্ষা কারিকুলামের অংশ নয়।
ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানেও “নিজেকে জানো” নামক কোন বই বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত থাকার প্রমাণ মেলেনি।
২০১৪ সালের অষ্টম শ্রেণীর এনসিটিবির বইগুলো দেখুন এখানে।
উক্ত লিস্টে কোথাও “নিজেকে জানো” নামক বইয়ের অস্তিত্ব পাওয়া যায়নি।
৩০শে ডিসেম্বর, ২০২২ সালে VOA বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠ্য বই এসেছে। তাছাড়া ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণি, ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন সংস্করণের বই আসবে।
অর্থ্যৎ উচ্চমাধ্যমিকে ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বই পরিবর্তন করলেও ৮ম শ্রেণির বই পরিবর্তন করা হয় নি।