অতি ভারী বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর প্রভৃতি জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে বন্যা দুর্গত জেলাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে সামাজিক মাধ্যমে বেশকিছু পোস্ট পাওয়া গেছে যেখানে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের কিছু পুরানো ছবি ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, উক্ত ছবিগুলো প্রায় দুই থেকে ছয় বছরের পুরানো। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ধরনের পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। এরকম কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের যে পুরানো ছবিগুলো শেয়ার করা হয়েছে সেগুলোর উৎস রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে খুঁজে দেখা গেছে, উক্ত ছবিগুলো ২০১৮ এবং ২০২২ সালের। এদের মাঝে দুটো ছবির সন্ধান পাওয়া গেছে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেইজে, যেগুলো যথাক্রমে, ১৯ জুন ২০২২ এবং ২১ জুন ২০২২ এ প্রকাশিত হয়েছিল। এসব ছবির ক্যাপশন থেকে জানা গেছে, এগুলো নেত্রকোনায় বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের ছবি। অবশিষ্ট ছবিটির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে, যা ১৯ জুন ২০১৮ এ প্রকাশিত হয়েছিল। এই ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে: “ঈদের ছুটি উপেক্ষা করে মৌলভিবাজারে বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।”
আরেকটি ছবি পাওয়া গেছে যা ২০২২ সালের ১৭ এবং ১৯ জুন দি বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। সেই ছবিটিকেও সাম্প্রতিক বন্যায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
এদিকে, বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী, এবং লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই উদ্ধারকাজের কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে।
অতএব, বন্যার্তদের সাহায্যার্থে সেনাবাহিনীর কার্যক্রমের যে ছবিগুলো সাম্প্রতিক সময়ের বলে মনে হয়েছিল আসলে সেগুলো দুই থেকে ছয় বছরের পুরানো ছবি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সেইসব পুরানো ছবি সংবলিত পোস্টগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।