অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বেশকিছু সেতুর ছবি সংবলিত একটি পোস্ট সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, উক্ত ছবিগুলো বঙ্গবন্ধু জাদুঘরে প্রদর্শিত হয়েছিল। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে, আলোচিত ছবিগুলো মোঃ ফজলে রাব্বি ফটিক নামক একজন ফটোগ্রাফারের তোলা “মরীচিকা” সিরিজের অন্তর্ভুক্ত, যা গত ০৩-১১ ফেব্রুয়ারি ২০২৩ এ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়েজিত ঢাকা আর্ট সামিটে প্রদর্শিত হয়েছিল। একাধিক উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, ঢাকায় বঙ্গবন্ধুর নামে যে দুটো জাদুঘর রয়েছে সেগুলোর ওয়েবসাইটে গিয়ে জাদুঘরের গ্যালারি ঘেঁটে আলোচিত ছবিগুলোর অনুরূপ কোন ছবি পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটি যথাযথ কিনা তা যাচাই করতে আমরা উক্ত পোস্টের সাথে সংশ্লিষ্ট ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে পাঠশালা ইন্সটিটিউট এর ইনস্টাগ্রাম পেজ থেকে গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ এ প্রকাশিত একটি পোস্ট পাওয়া গেছে, যেখানে দৃশ্যমান ছবিগুলোর সাথে আলোচিত ছবিটির বেশ মিল রয়েছে। উক্ত পোস্টের সাথে সম্পৃক্ত বিস্তারিত অংশ পড়ে জানা গেছে, ছবিগুলো মোঃ ফজলে রাব্বি ফটিক নামক একজন ফটোগ্রাফারের তোলা “মরীচিকা” সিরিজের অন্তর্ভুক্ত। এই সিরিজে ফটোগ্রাফার ফজলে রাব্বি ফটিক বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত এবং অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সেতুগুলোর ছবি তুলে ধরেছেন।
Ocula নামক একটি ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ এ প্রকাশিত ‘In Bangladesh, the Dhaka Art Summit Blooms’ শিরোনামের নিবন্ধে ফজলে রাব্বি ফটিকের “মরীচিকা” সিরিজ সম্পর্কে আলোচনা করতে দেখা গেছে।
অনলাইন ফটো লাইব্রেরি shutterstock এ ঢাকা আর্ট সামিটে তোলা বিভিন্ন ছবিগুলোর মাঝে ফজলে রাব্বি ফটিকের “মরীচিকা” সিরিজের ছবিগুলো লক্ষ্য করা গেছে।
Photo credit: Shutterstock
এছাড়াও, Art and Market নামক একটি ওয়েবসাইটে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ এ প্রকাশিত ‘My Own Words: Dhaka Art Summit’ শীর্ষক নিবন্ধে ফজলে রাব্বি ফটিকের “মরীচিকা” সিরিজটির কথা উল্লেখ করা হয়েছে।
অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবি অনুযায়ী বিভিন্ন পরিত্যক্ত এবং অব্যবহৃত সেতুর ছবিগুলো বঙ্গবন্ধু জাদুঘরে প্রদর্শিত হয়নি। বরং সেগুলো ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়েজিত ঢাকা আর্ট সামিটে প্রদর্শিত হয়েছিল।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।