কৃত্রিম আঙ্গুলগুলোর ছবি জাপানের – ভারতের বা ভোট কারচুপির নয়

81
কৃত্রিম আঙ্গুলগুলোর ছবি জাপানের – ভারতের বা ভোট কারচুপির নয়
কৃত্রিম আঙ্গুলগুলোর ছবি জাপানের – ভারতের বা ভোট কারচুপির নয়

Published on: [post_published]

সম্প্রতি ভারতের অষ্টাদশ লোক সভা নির্বাচনকে কেন্দ্র করে একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। উক্ত ছবিটিতে দাবি করা হচ্ছে ভারতে ভোট কারচুপির জন্য নকল বা কৃত্রিম আঙ্গুল (Prosthetic finger) তৈরি করা হচ্ছে, যার মাথায় কালি মাখিয়ে জাল ভোট দেয়া যাবে। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, আলোচিত কৃত্রিম আঙ্গুলের ছবিগুলো ভারতের নয়। বরং সেগুলো জাপানের একজন ডাক্তারের তৈরি কৃত্রিম আঙ্গুল, যিনি সিলিকন দিয়ে বিভিন্ন কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করেন। শিনতারো হায়াশি (Shintaro Hayashi) নামের এই ডাক্তার জাপানের ইয়াকুযা (Yakuza) গ্যাংস্টার সদস্যদের সিলিকন দিয়ে কৃত্রিম আঙ্গুল তৈরি করে দেন, যারা তাদের কর্মজীবনে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে এইসব কৃত্রিম আঙ্গুলগুলো ব্যবহার করেন। অতএব, ভারতে ভোট কারচুপির জন্য কৃত্রিম আঙ্গুল তৈরি করা হচ্ছে – এই দাবিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ভারতের নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত কৃত্রিম আঙ্গুলের ছবিটির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে বুম লাইভ, এএফপি ফ্যাক্ট-চেক, লেটেস্টলি, তেলেগুপোস্ট ফ্যাক্ট-চেক এর মতো বেশকিছু তথ্য-যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে, যারা ভারতে ভোট কারচুপির জন্য কৃত্রিম আঙ্গুল তৈরির বিষয়টি নিয়ে কাজ করেছে। এগুলোর মাঝে এএফপি ফ্যাক্ট-চেক এবং লেটেস্টলি এর প্রতিবেদন দুটো ২০১৯ সালে লেখা হয়েছে, যা থেকে বুঝা যাচ্ছে কৃত্রিম আঙ্গুলের ছবিগুলো সেই সময়ও ভাইরাল হয়েছিল।

উক্ত ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনগুলোর মারফত সামাজিক মাধ্যমে শেয়ারকৃত আলোচিত কৃত্রিম আঙ্গুলগুলোর ছবিটির বেশকিছু উৎসের সন্ধান পাওয়া গেছে। এর মাঝে এবিসি নিউজ, আকিকো ফুজিতা নামক একটি ব্লগ, এবং ডিসেপ্টোলোজি নামক একটি ওয়েবসাইট উল্লেখযোগ্য। উক্ত উৎসগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, সামাজিক মাধ্যমে যে ছবিটিকে ভারতে ভোট কারচুপির জন্য কৃত্রিম আঙ্গুল তৈরি করা হচ্ছে বলে দাবি করা হয়েছিল সেটি আসলে জাপানের একজন ডাক্তারের তৈরি সিলিকনের কৃত্রিম আঙ্গুল। শিনতারো হায়াশি নামের এই ডাক্তার জাপানের ইয়াকুযা গ্যাংস্টার সদস্যদের জন্য সিলিকন দিয়ে এইসব কৃত্রিম আঙ্গুল তৈরি করে দেন। উল্লেখ্য, ইয়াকুযা গ্যাংস্টার সদস্যদের মাঝে ইউবিতসুমে (Yubitsume) নামক একটি প্রথা রয়েছে, যেখানে কোন সদস্য দলের আচরণবিধি লঙ্ঘন করলে তাকে তার আঙ্গুলের কিছু অংশ কেটে ক্ষমা চাইতে হয়। পরবর্তীতে ঐ সকল সদস্যরা তাদের কাজ থেকে অবসরগ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর বিকৃত আঙ্গুলগুলোতে সিলিকনের তৈরি কৃত্রিম আঙ্গুল ব্যবহার করেন, যাতে তারা কোন কাজ পেতে অসুবিধার সম্মুখীন না হন। 

ডাক্তার শিনতারো হায়াশি এবং ইয়াকুযা’র সদস্যদের জন্য তার তৈরি করা কৃত্রিম আঙ্গুলগুলোর ব্যবহার নিয়ে এএফপি নিউজ এজেন্সি’র একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে। 

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে ভোট কারচুপির জন্য তৈরি করা নকল আঙ্গুলের যে ছবিগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো আসলে জাপানের একজন ডাক্তারের তৈরি সিলিকনের কৃত্রিম আঙ্গুল।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.