সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে তার ডিজাইন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে দাবিতে কিছু ফিউচারিস্টিক খেলার স্টেডিয়ামের ছবি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আয়োজনে একমাত্র আগ্রহী দেশ হিসেবে সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক দেশ হতে যাচ্ছে। কিন্তু এ বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর কোনো চূড়ান্ত বা সম্ভাব্য ডিজাইন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নি। ভাইরাল পোস্টের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে একজন টিকটক ব্যবহারকারী তার প্রোফাইল থেকে সর্বপ্রথম শেয়ার করেছিলেন। তাই এমন ক্যাপশনের কারণে ভাইরাল পোস্টটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ আখ্যা দিচ্ছে।
বেশিরভাগ ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, ছবিগুলোর ডানদিকের নিচের অংশ অস্পষ্ট করে দিয়ে কোনো লেখা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চ করে একটি আরবি ভাষার ওয়েবসাইটে একই ছবিগুলো পাওয়া যাচ্ছে, যেখানে অস্পষ্ট অংশটির জায়গায় ibrahima5118 নামক একটি টিকটক আইডি উল্লেখ করা রয়েছে।
এই টিকটক আইডি সন্ধান করে উক্ত সকল ছবি সম্বলিত একটি ভিডিও পোস্ট পাওয়া যাচ্ছে। পোস্টটির আরবি ক্যাপশনটি অনুবাদ করে পাওয়া যায় – কৃত্রিমবুদ্ধিমত্তাদিয়েতৈরি২০৩৪সালেরসৌদিফুটবলবিশ্বকাপেরসম্ভাব্যস্টেডিয়াম।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল ২০৩৪-এর আয়োজনের জন্য একমাত্র দেশ হিসেবে সৌদি আরব আগ্রহ প্রকাশ করায় সৌদি আরবই হতে যাচ্ছে এর সম্ভাব্য আয়োজক। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অফিসিয়ালি সেটির কোনো ঘোষণা হয় নি। ফিফার ওয়েবসাইট, আন্তর্জাতিক এবং সৌদি আরবীয় কোনো গণমাধ্যমে২০৩৪সালেরফুটবলবিশ্বকাপস্টেডিয়ামগুলোর সম্ভাব্য ডিজাইনআনুষ্ঠানিকভাবে প্রকাশকরা হয়েছে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং দেখা যাচ্ছে, সৌদিআরবে২০৩৪সালেরফুটবলবিশ্বকাপস্টেডিয়ামগুলোকেমনহবেতারডিজাইনআনুষ্ঠানিকভাবেপ্রকাশকরা হয় নি। ভাইরাল ফেসবুক পোস্টের ছবিগুলো একজন টিকটক ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে সর্বপ্রথম তার টিকটক হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন। ফ্যাক্টওয়াচ তাই এই পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।