রিকশাওয়ালা বাবাকে রিকশায় চড়িয়ে শহর ঘুরাচ্ছে আইএএস পরীক্ষায় প্রথম হওয়া কন্যা – ভূয়া দাবি

10
রিকশাওয়ালা বাবাকে রিকশায় চড়িয়ে শহর ঘুরাচ্ছে আইএএস পরীক্ষায় প্রথম হওয়া কন্যা – ভূয়া দাবি রিকশাওয়ালা বাবাকে রিকশায় চড়িয়ে শহর ঘুরাচ্ছে আইএএস পরীক্ষায় প্রথম হওয়া কন্যা – ভূয়া দাবি

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে রিকশাওয়ালা বাবাকে রিকশায় চড়িয়ে একটি মেয়ের রিকশা টানার ছবি ভাইরাল হয়েছে। ছবির বর্ণনায় বলা হচ্ছে, ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মেয়েটি তার রিকশাওয়ালা বাবার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে বাবাকে এভাবে রিকশায় চড়িয়ে কলকাতা শহর ঘোরায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবির মেয়েটি ভারতের একজন বিখ্যাত ট্রাভেল ভ্লগার শ্রামণা পোদ্দার। একটি ফ্যাশন ব্র্যান্ডের পণ্যের প্রচারণার জন্য তিনি এ ছবিতে মডেল হয়েছেন। তিনি ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন নি এবং তার বাবা একজন চিকিৎসক। পূর্বে একই দাবিতে ছবিটি ভারতে ভাইরাল হয়েছিলো এবং তখন ভারতীয় মিডিয়া ফ্যাক্টচেক করে এ দাবিকে মিথ্যা প্রমাণিত করেছিলো। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

 

বিভ্রান্তির উৎস:

১১ জুন থেকে পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়া শুরু করে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

ছবিটির মূল উৎস সন্ধান করতে ইমেজ সার্চ করে দেখা যায়, ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড wildcraftin এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেদের পণ্যের প্রচারণার উদ্দেশ্যে ২০১৮ সালে ছবিটি পোস্ট করা হয়েছিলো।

 

একই সময়ে ছবিটিতে রিকশা টানার ভূমিকায় থাকা নারী মডেল শ্রামণা পোদ্দার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ছবিটি পোস্ট করেন। ছবির বর্ণনায় তিনি লেখেন – ছোটবেলায় যখন কোলকাতায় ঘুরতে যেতাম, তখন সেখানকার টানা-রিকশার চালকদের কষ্ট দেখে খারাপ লাগতো। ঠিক করেছিলাম তাদের এভাবে ব্যবহার করবো না। তাই গতবার যখন কোলকাতায় গিয়েছি, ঠিক করলাম তাদের কষ্ট বুঝতে এই টানা-রিকশা চালিয়ে দেখবো। রিকশাওয়ালা চাচাকে সিটে বসিয়ে শোভাবাজারের অলিগলিতে তাকে টেনে বেড়ালাম। 

 

পোস্টের বর্ণনা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে রিকশাওয়ালা তার বাবা নন। এছাড়াও ইন্টারনেট থেকে জানা যাচ্ছে ছবিতে থাকা মেয়েটি (শ্রামণা পোদ্দার) ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষার টপার নন, বরং ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনে শীর্ষ ১০০ ডিজিটাল স্টার তালিকায় অবস্থান করা একজন ট্রাভেল ভ্লগার এবং উদ্যোক্তা। 

ইন্টারনেট থেকে আরও জানা যাচ্ছে, ২০১৮ সালে ভারতে একই শিরোনামে পোস্টটি ভাইরাল হয়েছিলো। ভারতের প্রখ্যাত কয়েকজন রাজনীতিবিদও এই পোস্ট শেয়ার করেছিলেন। শ্রামণা পোদ্দারের সে সময় তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছিলেন তার IAS টপার হয়ে রিকশাওয়ালা বাবাকে রিকশায় টানার দাবিতে ভাইরাল পোস্টের কথাগুলো মিথ্যা। তিনি wildcraftin নামক ফ্যাশন ব্র্যান্ডের পণ্যের প্রচারণার উদ্দেশ্যে ছবিতে মডেল হয়েছেন। 

 

India Today, Factly, Latestly সেসময় ফ্যাক্টচেক করে এ পোস্টকে মিথ্যা আখ্যা দিয়েছে। ইন্ডিয়া টুডের ফ্যাক্টচেক থেকে জানা যাচ্ছে, শ্রামণা পোদ্দারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাড়ি কোলকাতার কাছাকাছি চন্দননগরে এবং বাবা একজন চিকিৎসক। 

সুতরাং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.