বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিওকে রাম মন্দিরের ভিডিও বলে প্রচার

20
বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিওকে রাম মন্দিরের ভিডিও বলে প্রচার
বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিওকে রাম মন্দিরের ভিডিও বলে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে ড্রোন দিয়ে ধারণ করা একটি মন্দিরের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি অযোধ্যার রাম মন্দির! তবে আলোচিত ভিডিওটির উৎস অনুসন্ধান করে দেখা গেছে, এটি ভারতের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের ভিডিও। গুগল আর্থ এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত বৃন্দাবনের প্রেম মন্দিরের বিভিন্ন ছবি এবং ভিডিও যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি অযোধ্যার রাম মন্দিরের কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। অনুসন্ধানে ‘krishna_love_to’ – নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৩ এ শেয়ারকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে আমাদের আলোচিত ভিডিওটির বেশ মিল রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশন পড়ে জানা গেছে, এটি বৃন্দাবনের প্রেম মন্দির। প্রাথমিক অনুসন্ধানের পর আমরা গুগল আর্থে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দিরের অবস্থান খুঁজে বের করেছি। গুগল আর্থে প্রেম মন্দিরের স্যাটেলাইট ভিউ থেকে পাওয়া মূল মন্দির কমপ্লেক্স এবং মন্দিরের বাহিরে অবস্থিত স্থাপনাগুলোর সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখতে পাওয়া মন্দির এবং এর আশেপাশের স্থাপনাগুলোর বেশ মিল লক্ষ্য করা গেছে। যেমন: প্রেম মন্দিরের মূল কমপ্লেক্সের পেছনে ডানদিকে একটি বৃহৎ গম্বুজাকৃতির স্থাপনা রয়েছে, ভক্তদের প্রদক্ষিণের সুবিধার্থে মূল মন্দির কমপ্লেক্সের চারপাশে সাদা মার্বেল পাথরে নির্মিত প্রাঙ্গণ রয়েছে, এবং নাগারা (Nagara) স্থাপত্য শৈলীর আদলে নির্মিত প্রেম মন্দিরের মন্ডপের শেষ প্রান্তে একটি চূড়া রয়েছে। নিচে দুটো ছবি পাশাপাশি রেখে একটি তুলনা করা হল:

বাম পাশের ছবিটি ভাইরাল ফেসবুক পোস্ট থেকে নেওয়া। ডান পাশের ছবিটি প্রেম মন্দিরের স্যাটেলাইট ভিউ।

তাছাড়া, ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রেম মন্দিরের আরেকটি ছবি পাওয়া গেছে, যেখানে মূল মন্দির কমপ্লেক্স এবং এর সাথে সংলগ্ন বৃহৎ গম্বুজাকৃতির স্থাপনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

অন্যদিকে, অযোধ্যায় উদ্বোধনের অপেক্ষায় থাকা রাম জন্মভূমি মন্দিরটি দেখতে কেমন তা জানতে আমরা গুগলে অনুসন্ধান করে বেশকিছু নিবন্ধ খুঁজে পেয়েছি, যেখানে দৃশ্যমান রাম মন্দিরের ডিজাইনের সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত মন্দিরের ছবিটির কোন মিল নেই। উক্ত নিবন্ধগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

অযোধ্যার রাম মন্দিরের ডিজাইন (উপরে)। প্রেম মন্দিরের সম্মুখভাগ (নিচে)। ক্রেডিট: গুগল আর্ট অ্যান্ড কালচার।

এর আগে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে অযোধ্যায় জটায়ুর আগমন, রামের প্রতিকৃতি সংবলিত ৫০০ রুপির নতুন নোট প্রচলন, এবং অন্য মন্দিরের ছবিকে রাম মন্দিরের ডিজাইন দাবি করে একাধিক পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা ফ্যাক্টওয়াচ সেই সময় যাচাই করে দেখেছিল এবং ভুয়া প্রতিপন্ন করেছিল। ফ্যাক্টওয়াচের প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এবং এখানে

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি ২০২৪ এ অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরটি উদ্বোধন করা হবে।

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি অযোধ্যার রাম মন্দিরের নয়। বরং সেটি বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিও।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.