সম্প্রতি সামাজিক মাধ্যমে “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৯ম পর্যায়” – শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি শেয়ার হতে দেখা গেছে। উক্ত বিজ্ঞপ্তিতে “কেন্দ্র শিক্ষক” পদের জন্য মাসিক ১৪,৫০০/- টাকা বেতনক্রমে দরখাস্ত চাওয়া হয়েছে। এদিকে, সামাজিক মাধ্যমে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা, যারা মাসিক ৫,০০০/- টাকা বেতনে চাকরি করছেন, তাদের কেউ কেউ উক্ত বিজ্ঞপ্তিটি শেয়ার করে মসজিদভিত্তিক এবং মন্দিরভিত্তিক গণশিক্ষা প্রকল্পের মাঝে বেতনবৈষম্যের জন্য নিন্দা জানিয়েছেন। তবে, বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু কল্যাণ ট্রাস্ট তাদের সরকারি ওয়েবসাইটে এই মর্মে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প কার্যক্রম ৯ম পর্যায়” নামে কোন প্রকল্প নেই এবং বর্তমানে উক্ত প্রকল্পের ৬ষ্ঠ পর্যায় চলমান রয়েছে। তারা আরও জানিয়েছে যে, “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম – ৬ষ্ঠ পর্যায়” – শীর্ষক প্রকল্পের সম্মানী মাসিক ৫,০০০/- টাকা। অতএব, মসজিদভিত্তিক এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে মাসিক বেতনের মাঝে কোন পার্থক্য নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।