স্টেডিয়ামেফুটবল খেলাচলাকালীনঅ্যাথলেটিকোমাদ্রিদেরসমর্থকরাঅনেকবড়একটিফিলিস্তিনেরপতাকাপ্রদর্শনকরছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।পোস্টেরক্যাপশনেদাবিকরাহচ্ছে,ফিলিস্তিনেররাজনৈতিকদলহামাসএবংইসরায়েলেরচলমানসংঘাতেফিলিস্তিনকেসমর্থনজানিয়েঅ্যাথলেটিকোমাদ্রিদেরসমর্থকরাএইপতাকাটিপ্রদর্শনকরেছে। কিন্তুফ্যাক্টওয়াচেরঅনুসন্ধানেদেখাযাচ্ছে, পতাকারছবিটিএআইপ্রযুক্তিদিয়েতৈরিকরা।এ কারণেফ্যাক্টওয়াচউক্তপোস্টগুলোকে “বিকৃত” হিসেবেচিহ্নিতকরছে।
গত৭ইঅক্টোবরহামাসফিলিস্তিনেরগাজাসীমান্তের কাছাকাছি থাকাইসরায়েলীশহরগুলোতেরকেটআক্রমণকরেএবংসীমান্তপারহয়েইসরায়েলেরভেতর প্রবেশ করে হামলা চালায়।এরপরিপ্রেক্ষিতেইসরায়েলেরসেনাবাহিনীগাজায়হামলাকরেএবংএইসংঘাতএখনোচলমানরয়েছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।