পোপ ফ্রান্সিসের জনসমাবেশের ছবিকে মিউজিক কনসার্টের ছবি বলে প্রচার

30
পোপ ফ্রান্সিসের জনসমাবেশের ছবিকে মিউজিক কনসার্টের ছবি বলে প্রচার
পোপ ফ্রান্সিসের জনসমাবেশের ছবিকে মিউজিক কনসার্টের ছবি বলে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ১৯৯৪ সালে ব্রাজিলের একটি কনসার্টে সাড়ে তিন মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছিলেন। তবে, ফ্যাক্টওয়াচ রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে জানতে পেরেছে যে, উক্ত ছবিটি ১৯৯৪ সালে অনুষ্ঠিত কোন কনসার্টের ছবি নয়। বরং, ২৮ জুলাই ২০১৩ এ পোপ ফ্রান্সিসের ব্রাজিল সফর এবং বিশ্ব যুব দিবস উপলক্ষে রিও ডি জেনিরো এর কোপাকাবানা সৈকতে (Copacabana beach) একটি জনসমাগমের ছবি এটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পোপ ফ্রান্সিসের ব্রাজিল সফরকালে কোপাকাবানা সৈকতে ভাষণ প্রদান বিষয়ক প্রকাশিত সংবাদগুলো থেকে উক্ত ছবিটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে, ১৯৯৪ সালে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে রকশিল্পী রড স্টুয়ার্টের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিলো যেখানে প্রায় চার মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছিলেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে উত্থাপিত দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

Image: Example of the viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবি সংশ্লিষ্ট দাবিটির যথাযথতা যাচাই করতে উক্ত ছবিটি নিয়ে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং ২৮ জুলাই ২০১৩ এ রোমের বিশপ পোপ ফ্রান্সিস এর ব্রাজিল সফরকালে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে ভাষণ প্রদান সংক্রান্ত একটি ছবি এবং বেশকিছু সংবাদ খুঁজে পাই যা লস অ্যাঞ্জেলস টাইমস, দি ডেইলি মেইল, দি গার্ডিয়ান, এবং দি মিরর এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিলো। উক্ত সংবাদগুলো পড়ে জানা গেছে, ২৮ জুলাই ২০১৩ এ বিশ্ব যুব দিবস এবং পোপ ফ্রান্সিসের ব্রাজিল সফর উপলক্ষে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে আনুমানিক তিন মিলিয়ন মানুষ জড়ো হয়। তাছাড়া, উক্ত সংবাদগুলোতে কোপাকাবানা সৈকতে জনসমাগমের যে ছবিটি ব্যবহার করা হয়েছে তার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির বেশ মিল রয়েছে। এছাড়া, সামাজিক মাধ্যমে যে ছবিটিকে ১৯৯৪ সালে ব্রাজিলের একটি কনসার্টের ছবি বলে দাবি করা হচ্ছে সেটা যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে একটি অর্ধচন্দ্রাকৃতি সৈকতে বিপুল মানুষের স্রোতের মাঝে বেশকিছু জায়ান্ট স্ক্রিনে পোপ ফ্রান্সিস এর সাথে সাদৃশ্য রয়েছে এমন একটি অবয়ব নজরে পড়বে।

Image: Photo used in the viral FB post (Above), Excerpt from the Daily Mail news article (Below)

 

তবে, এটা সত্য যে, ৩১ ডিসেম্বর ১৯৯৪ এ রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে ব্রিটিশ রকশিল্পী রড স্টুয়ার্ট এর টিকেট-ফ্রি কনসার্টে প্রায় চার মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছিলেন যা যে কোন ফ্রি কনসার্টে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতির গিনেজ রেকর্ড এর অধিকারী। 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, ১৯৯৪ সালে ব্রাজিলে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিলো। তবে, সামাজিক মাধ্যমে যে ছবিটিকে ১৯৯৪ সালে অনুষ্ঠিত কনসার্টে সাড়ে তিন মিলিয়ন মানুষের সমাগমের ছবি বলে দাবি করা হচ্ছে সেটা আসলে ২৮ জুলাই ২০১৩ এ পোপ ফ্রান্সিসের ব্রাজিল সফরকালে কোপাকাবানা সৈকতে ভাষণ প্রদান এবং বিশ্ব যুব দিবস উপলক্ষে জনসমাগমের একটি ছবি।

ভিন্ন প্রেক্ষাপটের ছবি ব্যবহারের কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh