মদের বোতলসহ তারেক রহমানের বিকৃত ছবি ভাইরাল 

17
মদের বোতলসহ তারেক রহমানের বিকৃত ছবি ভাইরাল  মদের বোতলসহ তারেক রহমানের বিকৃত ছবি ভাইরাল 

Published on: [post_published]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনের টেবিলে গ্লাসসহ একটি মদের বোতল দেখা যাচ্ছে — এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়,  এ বছর ২২ মে একটি ফেসবুক প্রোফাইল থেকে লন্ডনে তারেক রহমানের সাথে রাজনীতিবিদ ফজলুল হক মিলনের সাক্ষাৎকারের একটি ছবি শেয়ার করা হয়েছিলো। সে ছবি থেকে শুধুমাত্র তারেক রহমানের ছবির অংশটি নিয়ে তার সামনের টেবিলের কাপ-পিরিচের ছবি এডিট করে মদের বোতল-গ্লাসের ছবি বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস:

নভেম্বরের ১ তারিখ থেকে এ পোস্টটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

ছবিটির মূল উৎস সন্ধান করতে গিয়ে Shikat Hossian Imran নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে এ বছরের ২২ মে “আগামীর বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমান পাশে ছাত্রনেতা থেকে জননেতা জিয়া পরিবার এর বিশ্বস্ত হাতিয়ার জননেতা ফজলুল হক মিলন ভাই”  শিরোনামে পোস্ট করা একটি ছবি পাওয়া যায়। এ ছবিতে ফজলুল হক মিলনকে ট্যাগ করা হয়েছে। তার প্রোফাইলের ছবির সাথে ছবিতে তারেক রহমানের সাথে অপর ব্যক্তির ছবি মিলিয়ে নিশ্চিত হওয়া যায় দুজন একই ব্যক্তি। 

গুজব পোস্টের ছবির স্থান, পরনের পোশাক, ব্যাকগ্রাউন্ড ইত্যাদির সাথে মূল ছবি মিলিয়ে দেখা যাচ্ছে দুটো ছবি আসলে একই ছবি। তবে গুজব পোস্টে ফজলুল হক মিলনের অংশটি কেটে দেওয়া হয়েছে, এবং তারেক রহমানের সামনের টেবিলে মদের গ্লাস বোতল দেখা যাচ্ছে। কিন্তু মূল ছবিতে দেখা যাচ্ছে উভয়ের সামনের টেবিলে শুধুমাত্র কাপ-পিরিচ জাতীয় সরঞ্জাম রয়েছে, মদের বোতল জাতীয় কিছুর অস্তিস্ত্ব নেই।

মূল ছবি থেকে স্পষ্ট যেতারেক রহমানের সামনের টেবিলের কাপ-পিরিচের জায়গায় সম্পাদিত করে মদের বোতল বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ  পোস্টকে “বিকৃত” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.