বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনের টেবিলে গ্লাসসহ একটি মদের বোতল দেখা যাচ্ছে — এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এ বছর ২২ মে একটি ফেসবুক প্রোফাইল থেকে লন্ডনে তারেক রহমানের সাথে রাজনীতিবিদ ফজলুল হক মিলনের সাক্ষাৎকারের একটি ছবি শেয়ার করা হয়েছিলো। সে ছবি থেকে শুধুমাত্র তারেক রহমানের ছবির অংশটি নিয়ে তার সামনের টেবিলের কাপ-পিরিচের ছবি এডিট করে মদের বোতল-গ্লাসের ছবি বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।
ছবিটিরমূলউৎসসন্ধানকরতেগিয়েShikat Hossian Imran নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে এ বছরের২২মে “আগামীরবাংলাদেশতারুণ্যেরঅহংকারতারেকরহমানপাশেছাত্রনেতাথেকেজননেতাজিয়াপরিবারএরবিশ্বস্তহাতিয়ারজননেতাফজলুলহকমিলনভাই”শিরোনামে পোস্ট করা একটি ছবি পাওয়া যায়। এ ছবিতে ফজলুলহকমিলনকে ট্যাগ করা হয়েছে। তার প্রোফাইলের ছবির সাথে ছবিতে তারেক রহমানের সাথে অপর ব্যক্তির ছবি মিলিয়ে নিশ্চিত হওয়া যায় দুজন একই ব্যক্তি।
গুজবপোস্টেরছবিরস্থান, পরনেরপোশাক, ব্যাকগ্রাউন্ডইত্যাদিরসাথেমূলছবিমিলিয়েদেখাযাচ্ছেদুটোছবিআসলেএকইছবি।তবেগুজবপোস্টেফজলুল হক মিলনের অংশটিকেটেদেওয়াহয়েছে, এবংতারেকরহমানেরসামনেরটেবিলেমদেরগ্লাসওবোতল দেখা যাচ্ছে।কিন্তুমূলছবিতেদেখাযাচ্ছেউভয়েরসামনেরটেবিলেশুধুমাত্রকাপ-পিরিচ জাতীয় সরঞ্জাম রয়েছে, মদেরবোতলজাতীয়কিছুরঅস্তিস্ত্বনেই।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।