সম্প্রতি ফেসবুকে ব্লু জাভা কলা নামক একটি নীল রঙের কলার ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে কলাটির খোসা এবং ভেতরের অংশ দুটোই নীল রঙের। একই সাথে দাবি করা হচ্ছে এটি খেতে ভ্যানিলা আইসক্রিমের মতো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, কলাটি খেতে ভ্যানিলা আইসক্রিমের মত এ দাবিটি সত্য হলেও কলাটির খোসার রঙ ছবির মতো উজ্জ্বল নীল নয়, বরং শুধুমাত্র কাঁচা অবস্থায় নীলাভ সবুজ। তবে পেকে গেলে খোসার রঙ সাধারণ কলার মতো হলুদ রঙ ধারণ করে। কলাটির ভেতরের অংশের রঙ ছবির মতো নীল নয় একদমই, বরং সাধারণ কলার মতোই সাদা রঙের। অনুসন্ধানের ভিত্তিতে প্রমাণিত হয় যে ভাইরাল ছবিটি কম্পিউটারে সম্পাদনা করে কলার খোসা এবং ভেতরের অংশে নীল রঙ বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে “বিকৃত” সাব্যস্ত করছে।
বিভ্রান্তির উৎস
ফেসবুকে ২০২২ সাল থেকেই পোস্টটি পাওয়া গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন করে ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ইন্টারনেটে অনুসন্ধান করে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে ব্লু জাভা কলা (Blue Java Banana) নামক কলাটির অস্তিত্ব সত্যিই রয়েছে যার স্বাদ প্রকৃতপক্ষেই আইসক্রিমের মতো। কলাটির উৎপত্তিস্থল দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং এটি আইসক্রিম কলা এবং ভ্যানিলা কলা নামেও পরিচিত। (সূত্র : California Rare Fruit Growers, Inc., Hawaii Horticulture Blog, Epic Gardening)
কাঁচা অবস্থায় ব্লু জাভা কলার খোসার রঙ নীলাভ সবুজ হয়ে থাকে, তবে পেকে গেলে তা সাধারণ কলার খোসার মতো হলুদ রঙ ধারণ করে। কাঁচা অবস্থার নীলাভ সবুজ রঙটি দেখতে মোটেও ভাইরাল পোস্টের মতো উজ্জ্বল নীল নয়। এ কলাটির ভেতরের অংশের রঙ সাধারণ কলার মতোই সাদা। অথচ ভাইরাল ছবিটিতে সেটি হালকা নীল দেখানো হচ্ছে। নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইট থেকে পাওয়া ব্লু জাভা কলার ছবি সংযুক্ত করা হলো –
যুক্তরাষ্ট্রভিত্তিক ফলমূল বিক্রির ওয়েবসাইট Miami Fruit-এর ওয়েবসাইটে এ কলার কিছু বাস্তবসম্মত ছবি পাওয়া যায়। তারা সেখানে সতর্কতামূলক বাণী দিয়েছে যে, ইন্টারনেটে ব্লু জাভা কলার যে নীল রঙের ছবি পাওয়া যায় সেগুলো এডিটেড। তাদের ওয়েবসাইটে কলাগুলোর বাস্তব ছবি প্রদর্শন করা হয়েছে।
Weird Explorer নামক ইউটিউব চ্যানেলের ইন্টারনেটে ভাইরাল ব্লু জাভা কলার উজ্জ্বল নীল রঙের ছবির প্রেক্ষিতে নিরীক্ষাধর্মী একটি ভিডিওতে এ কলার খোসা এবং ভেতরের অংশের রঙ আসলেই ভাইরাল ছবির মতো নীল কিনা তা দেখানো হয়। সেখানে দেখা যায় এ কলার রঙ ভাইরাল ছবির মতো উজ্জ্বল নীল নয়, খোসার রঙ নীলাভ সবুজ এবং ভেতরের অংশের রঙ সাদা।
এদিকে এই ব্লু জাভা কলার ভাইরাল নীল রঙের ছবি নিয়ে প্রখ্যাত ফ্যাক্টচেকিং সংস্থা USA Today এবং Snopes নিজস্ব প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা এ ছবিকে কম্পিউটারে সম্পাদিত দাবি করেছে।
উপরোক্ত সকল অনুসন্ধানের ভিত্তিতে ভাইরাল ছবিটি কম্পিউটারে সম্পাদিত বলে প্রতীয়মান হওয়ায়, ফ্যাক্টওয়াচ এ ছবিকে বিকৃত সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।