বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শনের ছবিটি বিকৃত

17
বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শনের ছবিটি বিকৃত বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শনের ছবিটি বিকৃত

Published on: [post_published]

ভারতের রামমন্দির উদ্বোধন উপলক্ষে বুর্জ খলিফা ভবনের আলোক প্রদর্শনীতে রামের অবয়ব প্রদর্শিত হয়েছে — এমন দাবিতে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ২০১৯ সালে একজন ফুড ব্লগারের ওয়েবসাইটে প্রকাশিত বুর্জ খলিফার একটি ছবি সম্পাদনা করে রামের অবয়ব বসিয়ে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বুর্জ খলিফায় এমন কোনো আলোক প্রদর্শনীর ঘটনা ঘটে নি। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে “বিকৃত” আখ্যা দিচ্ছে। 

গুজবের উৎস:

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর ফেসবুকে এ পোস্ট ভাইরাল হয়। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় প্রায়শই বিশেষ উপলক্ষে আলোক প্রদর্শনীর (লাইট শো) আয়োজন করা হয়ে থাকে। সেখানে LED এবং লেজার রশ্মির সাহায্যে ভবনের গায়ে বিভিন্ন অক্ষর বা কোনো ব্যক্তির অবয়ব ফুটিয়ে তোলা হয়। এমন বিশেষ আলোক প্রদর্শনীর ছবিগুলো বুর্জ খলিফা কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নিয়মিত শেয়ার করে থাকে। 

বুর্জ খলিফার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া কিছু আলোক প্রদর্শনীর ছবি

কিন্তু বুর্জ খলিফার বিভিন্ন সোশাল মিডিয়া হ্যান্ডেলে রামমন্দির উদ্বোধন উপলক্ষে রামের অবয়ব প্রদর্শনীর কোনো ছবি পাওয়া যায় নি। ভারতীয় এবং আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয় নি। 

এদিকে বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং সংস্থার প্রতিবেদনের সূত্রে ভাইরাল ছবির মূল উৎসের সন্ধান পাওয়া যায়। জুলিয়া নামক একজন ফুড ব্লগার ২০১৯ সালে তার ওয়েবসাইটে বুর্জ খলিফার একটি ছবি প্রকাশ করেছিলেন যার সাথে ভাইরাল ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। 

মূল ছবি
ভাইরাল ছবি

এ থেকে স্পষ্ট হয় যে, একজন ফুড ব্লগারের তোলা বুর্জ খলিফার ছবিতে এডিট করে রামের ছবি বসিয়ে এই দাবি করা হচ্ছে এ গুজব সম্পর্কে ভারতের এনডিটিভির ফ্যাক্টচেক পড়ুন এখানে, FACTLY-এর ফ্যাক্টচেক পড়ুন এখানে, Alt News-এর ফ্যাক্টচেক পড়ুন এখানে, Newschecker-এর ফ্যাক্টচেক পড়ুন এখানে। 

সুতরাং সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.