“ডিম পোচ” ফুলের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

74
“ডিম পোচ” ফুলের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি
“ডিম পোচ” ফুলের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে ডিম পোচ ফুলের (Fried-egg plant) সদৃশ একটি ছবি শেয়ার হতে দেখা গেছে, যা দেখে মনে হচ্ছে এটি আসলেই ডিম পোচ ফুলের ছবি! তবে উক্ত ছবিটির উৎস অনুসন্ধান করে জানা গেছে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করেছি। আমাদের অনুসন্ধানে বেশ কিছু এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ছবি পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ডিম পোচ ফুল সদৃশ ছবিটির বেশ মিল রয়েছে। এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত ছবিগুলোর ( ) ক্যাপশন পড়ে বোঝা গেছে যে, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। পাঠকদের সুবিধার্থে উক্ত এক্স হ্যান্ডেলগুলো থেকে প্রকাশিত ক্যাপশন সংবলিত ছবিগুলো নিচে পাশাপাশি দেয়া হলো – 

বাস্তবে ডিম পোচ ফুল বা Fried-egg plant দেখতে কেমন তা যাচাই করতে গুগল অনুসন্ধান করে বেশকিছু ছবি খুঁজে পাওয়া গেছে। দেখুন এখানে এবং এখানে

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটি বাস্তবের ডিম পোচ ফুল নয়। বরং সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ফুলের ছবি।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh