সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে মাঠ ছাড়ার সময় ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পা ছুঁয়ে প্রণাম করেছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে যে, উক্ত ছবিটি সম্পাদিত। মূলত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আফগানিস্তানের অনুশীলন শিবিরে আসেন শচীন টেন্ডুলকার এবং তিনি আফগান ক্রিকেটারদের সাথে কথা বলেন ও ছবি তোলেন। পরবর্তীতে আফগানিস্তানের এক ক্রিকেটারের সাথে তাঁর করমর্দনের ছবিকে এডিট করে ম্যাক্সওয়েলের ছবি এমনভাবে বসিয়ে দেয়া হয়েছে যা দেখে মনে হতে পারে যে ম্যাক্সওয়েল শচীন টেন্ডুলকারের পা ছুঁয়ে প্রণাম করছেন! তাছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে SportsTak এর সাংবাদিকদের মারফত জানিয়েছে, শচীন টেন্ডুলকার আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে বেশ কয়েকটি ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থার প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে যারা ম্যাক্সওয়েল এবং শচীন টেন্ডুলকারের ভাইরাল হওয়া ছবিটি নিয়ে কাজ করেছেন। দি কুইন্ট, ফ্যাক্ট ক্রিসেন্ডো, নিউজ মিটার, এবং ইন্ডিয়া টুডে কর্তৃক প্রকাশিত ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনগুলো পড়ে জানা গেছে যে, ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার গত ৬ নভেম্বর ২০২৩ এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আফগানিস্তানের অনুশীলন শিবিরে এসে ক্রিকেটারদের সাথে কথা বলেন ও ছবি তোলেন।
আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে শচীন টেন্ডুলকারের আলাপচারিতা নিয়ে দি টাইমস অব ইন্ডিয়া “Sachin Tendulkar gives ‘pep talk’ to Afghanistan team” শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত প্রতিবেদনটিতে ব্যবহৃত দুটো ছবিতে দেখা গেছে যে, শচীন টেন্ডুলকার একটি সাদা-কালো ডোরাকাটা টি-শার্ট পরে আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে দেখা করতে এসেছিলেন এবং তাঁদের সাথে ছবি তুলেছিলেন। টাইমস অব ইন্ডিয়া এর ঐ প্রতিবেদনটিতে শচীন টেন্ডুলকার এবং আফগানিস্তানের একজন ক্রিকেটারের করমর্দনরত অবস্থার একটি ছবি দেখতে পাওয়া গেছে যার উৎস হিসেবে গেটি ইমেজেস (Getty Images) এর নাম উল্লেখ করা হয়েছে।
Image: Excerpted from Getty Images
গেটি ইমেজেস এর ঐ ছবিটিতে শচীন টেন্ডুলকারের পরিহিত টি-শার্ট এবং তাঁর দাঁড়ানোর ভঙ্গির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিতে তাঁর টি-শার্ট এবং দাঁড়ানোর ভঙ্গির বেশ মিল লক্ষ্য করা গেছে। এ থেকে অনেকটা স্পষ্ট হচ্ছে যে, আফগানিস্তানের ক্রিকেটারের সাথে শচীন টেন্ডুলকারের করমর্দনের ছবিকে এডিট করে ম্যাক্সওয়েলের ছবি এমনভাবে বসানো হয়েছে যা দেখে মনে হচ্ছে ম্যাক্সওয়েল আসলেই শচীন টেন্ডুলকারের পা ছুঁয়েছেন। তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিতে শচীন টেন্ডুলকারের ডান হাতটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যাবে যে সেখানে কিছু অসঙ্গতি রয়েছে।
Image: Comparison between Altered photo (Left) and Original photo (Right)
এছাড়া, ইন্ডিয়া টুডে তাদের ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে SportsTak এর সাংবাদিকদের মারফত জানিয়েছে যে, শচীন টেন্ডুলকার আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিতই ছিলেন না।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।