ইসরায়েল-ইরান চলমান পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়ে এবং একই সাথে ফেসবুকেও ভাইরাল হয় । জাতীয় বা আন্তর্জাতিক কোন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবির উৎস খুঁজে পাওয়া যায় নি। বরং ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ইরানের ড্রোন হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে জানা যায়।
১ এপ্রিল ২০২৪ এ সিরিয়ায় ইরানের একটি কনস্যুলার ভবনে ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষিতে ১৩ এপ্রিল ২০২৪ এ ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান৷ এই হামলার নাম ইরান দেয় ‘অপারেশন ট্রু প্রমিজ’। অপারেশন ট্রু প্রমিজকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ছবিটি এআই ডিটেক্টর ওয়েবসাইট ‘ইস ইট এয়াই’ এ সার্চ করলে জানা যায় ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করে তৈরি করা হয়েছে।
উক্ত ছবিটি একটি টুইটার এ্যাকাউন্ট থেকে ১৩ এপ্রিল ২০২৪ এ রাত ২ টা ৪৮ মিনিট এ ছড়ানো হয় যা পরবর্তীতে ইন্সটাগ্রাম এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ছবি এবং ক্যাপশন এর প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যমগুলো থেকে জানা যায় , ইরান কর্তৃক হামলার ঘটনাটি সত্য কিন্তু ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যার মধ্যে ছিল ১৭০টি বিস্ফোরক ড্রোন, ৩০টি ক্রুজ মিসাইল এবং ১২০টি ব্যালিস্টিক মিসাইল। তবে একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ইসরায়েল নিশ্চিত করেছে। আন্তর্জাতিক গনমাধ্যাম আলজাজিরা এবং সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
উল্লেখ্য যে , ইরান কর্তৃক ইসরায়েলের উপর হামলার ঘটনাটি ঘটে রাতে, যা সিএনএন এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, কিন্তু ছড়িয়ে পড়া ছবিটিতে দিনের দৃশ্য দেখা যাচ্ছে।
সুতরাং, নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে ছবিটি সাম্প্রতিক হামলার নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি। তাই ফ্যাক্টওয়াচ ছবিটিকে “বিকৃত” হিসেবে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।