সম্প্রতি ‘গাইবান্ধা গেজেট – Gaibandha Gazette’ নামক ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার হতে দেখা গেছে, যার ক্যাপশনে লেখা রয়েছে – “গাইবান্ধায় ভোট উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন।” ক্যাপশনটি পড়ে মনে হচ্ছে উক্ত ছবিটি আজকে (০৭ জানুয়ারি ২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় তোলা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা গেছে, ছবিটি দুই বছরের পুরানো। অর্থাৎ, ছবিটি ২৮ নভেম্বর ২০২১ এ গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময় তোলা হয়েছিল। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটি সাম্প্রতিক সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় তোলা হয়েছিল কিনা তা যাচাই করতে আমরা উক্ত ছবিটির উৎস অনুসন্ধানের নিমিত্তে রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করি। আমাদের অনুসন্ধানে দৈনিক সময়ের আলো কর্তৃক গত ২৮ নভেম্বর ২০২১ এ প্রকাশিত “গাইবান্ধায় ইউপি ভোটে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন” শীর্ষক একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে, যেখানে আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবিকে উক্ত প্রতিবেদনের ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। দৈনিক সময়ের আলোর ঐ প্রতিবেদন পড়ে দেখা গেছে, সেদিন (২৮ নভেম্বর ২০২১) গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নের ভোটাররা তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে লাইন দিয়ে ভোট দিয়েছেন।
অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটি সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকার নয়। বরং সেটা দুই বছর আগে গাইবান্ধার ইউপি নির্বাচনের সময়কার ছবি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।