সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর বাম হাতের মধ্যমাঙ্গুলি প্রদর্শন করতে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে, উক্ত ছবিটি সম্পাদিত। মূলত গত ২৭ মার্চ ২০২৩ এ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি আলোচনা সভায় বক্তৃতা প্রদানের সময় শেখ হাসিনা তাঁর বাম হাতের তর্জনী প্রদর্শন করেন। পরবর্তীতে সেই মূহুর্তটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের প্রাথমিক অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্তৃক গত ২৭ মার্চ ২০২৩ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিহিত পরিচ্ছদের সাথে আলোচিত ছবির পরিচ্ছদের বেশ মিল রয়েছে। শেখ হাসিনার ছবিটি কোথায় ধারণ করা হয়েছিল তা বের করতে আমরা বাসস’র ঐ প্রতিবেদনটি পড়ে দেখেছি এবং জানতে পেরেছি যে, তিনি গত ২৭ মার্চ ২০২৩ এ বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়েজিত একটি আলোচনা সভায় বক্তৃতা দিয়েছিলেন এবং উক্ত ছবিটি সেখানেই ধারণ করা হয়েছিল।
এরপর ২৭ মার্চ ২০২৩ এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রদানের কোন ভিডিও খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে অনুসন্ধান করি। অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৭ মার্চ ২০২৩ এ প্রচারিত “বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠান” – শীর্ষক একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিওর দুই ঘন্টা ৫৭ সেকেন্ডে গিয়ে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা প্রদানের মাঝে তাঁর বাম হাতের তর্জনীটি তুলে ধরেছেন। মূলত এই মূহুর্তটিকেই ধারণ করে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তাঁর তর্জনীটি মুছে মধ্যমাঙ্গুলি বসিয়ে দেয়া হয়েছে। মধ্যমাঙ্গুলি প্রদর্শন মূলত অশোভন ইংগিত, যেটি প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় করেছেন বলে প্রমাণ পাওয়া যায় নি।
অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যমাঙ্গুলি প্রদর্শনের ছবিটি আসল নয়, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।