সম্প্রতি সামাজিক মাধ্যমে স্যাটায়ারমূলক কনটেন্ট তৈরির জন্য পরিচিত ওয়েবসাইট “eআরকি (earki)” এর লোগো সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইউটিউবারদের হামলায় হিরো আলম আহত হয়েছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে, eআরকি এর লোগোযুক্ত ঐ ফটোকার্ডটি এডিট করা হয়েছে এবং eআরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছে। তাছাড়া, eআরকি এর বানানো পূর্ববর্তী ফটোকার্ডগুলোর ফন্ট, ডিজাইন, এবং লোগোর সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ডটির ফন্ট, ডিজাইন, কিংবা লোগোর কোন মিল পাওয়া যায়নি। অর্থাৎ, এই বিষয়টি স্পষ্ট যে, eআরকি হিরো আলমের উপর ইউটিউবারদের হামলা-সম্পর্কিত কোন ফটোকার্ড তৈরি করেনি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফটোকার্ডটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত eআরকি–র লোগোযুক্ত ফটোকার্ডটির যথাযথতা যাচাই করতে আমরা eআরকি–র ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজ ঘেঁটে দেখেছি এবং সেখানে “ইউটিউবারদের হামলায় হিরো আলম আহত!” টেক্সট সংবলিত কোন ফটোকার্ড খুঁজে পাইনি। বরং, ১৭ জুলাই ২০২৩ এ eআরকি এর ওয়েবসাইটে প্রকাশিত “আজকের দিনের eআরকি সমগ্র” শিরোনামের একটি ফটো অ্যালবামে হুবহু একই ছবি দিয়ে তৈরি দুটো ফটোকার্ড পাওয়া গেছে যার টেক্সটগুলো হচ্ছে যথাক্রমে: “ছাত্রলীগের প্রিয় ঢোল আগে ছিলো নুরু। এখন তা পাল্টে দাঁড়িয়েছে হিরো আলম!” এবং “if ‘সুষ্ঠু নির্বাচন’ had a face.” eআরকি এর অফিসিয়াল ফেসবুক পেইজেও “if ‘সুষ্ঠু নির্বাচন’ had a face” টেক্সট সংবলিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। তবে, eআরকি এর ওয়েবসাইট কিংবা ফেসবুক পেইজের কোথাও ইউটিউবারদের হামলায় হিরো আলম আহত – এই টেক্সট সংবলিত কোন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, eআরকি এর অফিসিয়াল ফেসবুক পেইজে ২৫ জুলাই ২০২৩ এ শেয়ারকৃত একটি বিবৃতিমূলক পোস্ট পাওয়া গেছে যেখানে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ড এবং eআরকি এর তৈরি মূল ফটোকার্ডটি পাশাপাশি রেখে বলা হয়েছে “eআরকির লোগোসহ ছড়িয়ে পড়া প্রথম ছবিটি আমাদের তৈরি করা নয়। ‘if সুষ্ঠু নির্বাচন had a face’ কপিসহ পোস্টটি eআরকির অফিশিয়াল পেজ থেকে পাবলিশ করা। মিথ্যা তথ্য, ভুল তথ্য ও গুজব এড়িয়ে চলতে eআরকির অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করুন।” তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত eআরকির লোগোসহ ফটোকার্ডের সাথে eআরকির তৈরি মূল ফটোকার্ডটির ফন্ট, লোগো কিংবা ডিজাইনের কোন মিল পাওয়া যায়নি। এছাড়াও, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ডটি ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে সেখানে “ইউটিউবারদের” জায়গায় “ইউটিবাদের” লেখা হয়েছে। সাধারণত, eআরকির কনটেন্টে এ ধরনের বানান-বিভ্রাট দেখা যায় না।
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে ইউটিউবারদের হামলায় হিরো আলম আহত টেক্সট সংবলিত eআরকির লোগোযুক্ত যে ফটোকার্ডটি শেয়ার হচ্ছে সেটা আদতে eআরকির তৈরি নয়।
উল্লেখ্য, ১৭ জুলাই ২০২৩ এ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় উক্ত আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। দেখুন এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ডটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।