সম্প্রতি ফেসবুকেবিএনপি সমর্থক আইনজীবী রুমিন ফারহানা মানসিকভাবে অসুস্থ এই দাবিতে “আজকের পত্রিকা”র লোগো ও গ্রাফিক ব্যবহার করেবানানোএকটি ফটোকার্ড পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচেরঅনুসন্ধানেউক্ত ফটোকার্ড অথবা রুমিন ফারহানার মানসিক অসুস্থতার কোনো খবরআজকের পত্রিকা বাঅন্যকোনোসংবাদমাধ্যমেপাওয়াযায়নি।এছাড়া অপর একটি ফ্যাক্টচেকিং সংস্থার বরাতে জানা যাচ্ছে এ ফটোকার্ডে থাকা প্রেসক্রিপশনটিও ভুয়া। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচএছবিকে “মিথ্যা”আখ্যাদিচ্ছে।
গুজবেরউৎস:
৭ নভেম্বর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। দেখুনএখানে।
ফ্যাক্টওয়াচঅনুসন্ধান:
উক্ত ফটোকার্ডে দাবি করা হয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তীব্র অবসাদ ও মানসিক রোগে ভুগছেন।
আজকের পত্রিকার ওয়েবসাইট এবং অফিশিয়ালফেসবুকপেইজে এমনকোনোফটোকার্ডবাসংবাদপাওয়াযায়নি।এছাড়া মূলধারারগণমাধ্যমেও রুমিন ফারহানার অসুস্থতার দাবি সপক্ষেকোনো সংবাদপাওয়াযায়নি।
এ ফটোকার্ডে যে প্রেসক্রিপশনের ছবি সংযুক্ত করা হয়েছে সেটি একাধিক ফেসবুক প্রোফাইল থেকে আলাদাভাবে পোস্ট করতে দেখা যায় (এখানে, এখানে)।
ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাবের রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রেসক্রিপশনে উল্লেখিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. বিগ্রেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ প্রেসক্রিপশনটি তার নয় এবং ভুয়া।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।