সামাজিকমাধ্যমেশেয়ারকৃতভিডিওক্লিপটিতেউত্থাপিতদাবিটিরযথাযথতাযাচাইকরতেআমরাউক্তক্লিপথেকেকিছুস্ক্রিনশটনিয়েরিভার্সইমেজসার্চপদ্ধতিতেঅনুসন্ধানকরি।আমাদেরঅনুসন্ধানেসাক্ষীপোস্ট (Sakshi Post) নামকএকটিভারতীয়অনলাইননিউজপোর্টালকর্তৃকপ্রকাশিত “Fact Check: This Emotional Video Of A Soldier is Fake!” শিরোনামেরএকটিফ্যাক্ট–চেকিংপ্রতিবেদনখুঁজেপাওয়াগেছে।উক্তপ্রতিবেদনটিপড়েজানাগেছেযে, সামাজিকমাধ্যমেশেয়ারকৃতভিডিওক্লিপটিতেদৃশ্যমানযুদ্ধরতব্যক্তিটিফিলিস্তিনিযোদ্ধানন।বরংউক্তক্লিপটিডায়ালিং (Dialing) নামকএকটি১৭মিনিটেরস্বল্পদৈর্ঘ্যচলচ্চিত্রেরপ্রথমদৃশ্যথেকেনেওয়াহয়েছে।পরবর্তীতেচলচ্চিত্রটিরনামলিখেইউটিউবেঅনুসন্ধানকরেদুবাইআন্তর্জাতিকচলচ্চিত্রউৎসবেরঅফিসিয়ালচ্যানেলে “DIFF 2015 – Dialing” শিরোনামেরএকটিভিডিওখুঁজেপাওয়াগেছে, যারসাথেসামাজিকমাধ্যমেশেয়ারহওয়াভিডিওক্লিপটিরবেশমিলরয়েছে।
দুবাইআন্তর্জাতিকচলচ্চিত্রউৎসবেরইউটিউবচ্যানেলথেকেপ্রাপ্তভিডিওটিদেখেজানাগেছে, ডায়ালিংনামকস্বল্পদৈর্ঘ্যচলচ্চিত্রটিরনির্মাতাহচ্ছেনবাহাআলকাদেমি (Bahaa Al Kadimy)৷নির্মাতারনামলিখেইউটিউবেঅনুসন্ধানকরারপরডায়ালিংচলচ্চিত্রটির১৭মিনিট২২সেকেন্ডেরসম্পূর্ণভিডিওটিখুঁজেপাওয়াগেছে।চলচ্চিত্রটিরপ্রথমদৃশ্যেযুদ্ধরতঅবস্থায়যেব্যক্তিকেতাঁরপরিবারেরসদস্যদেরউদ্দেশ্যকরেকিছুকথাবলতেশোনাগেছেতিনিএকজনইরাকিসৈন্য, যিনিআইএসআইএস (ISIS) এরবিরুদ্ধেযুদ্ধেগিয়েছিলেন।দুবাই–ভিত্তিকগাল্ফনিউজকর্তৃকপ্রকাশিত “Diff 2015: Short films in the spotlight” শিরোনামেরএকটিপ্রতিবেদনেবাহাআলকাদেমিনির্মিত “ডায়ালিং”চলচ্চিত্রটিরউল্লেখপাওয়াগেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।