যা দাবি করা হচ্ছে: এটা আরবীয় পোশাক পরা মানুষদের ‘হরে কৃষ্ণ’ গানে নাচার ভিডিও।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে: ভিডিওটি বিকৃত। মূল ভিডিওতে আরবীয় পোশাক পরা যেই মানুষদের দেখা যাচ্ছে তারা তাদের একটি ঐতিহ্যবাহী আরবি গানে নেচেছিলেন। সেই নাচের ভিডিওটি এডিট করে তার ব্যাকগ্রাউন্ডে শ্রী কৃষ্ণের গান জুড়ে দিয়ে বিকৃত করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্যিই আরবীয় পোশাক পরা মানুষদের ‘হরে কৃষ্ণ’ গানে নাচার ভিডিও কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই এটি বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। ভিডিওতে দেখা যায় যে, তাদের নৃত্য পরিবেশন এবং ব্যাকগ্রাউন্ডে বাজানো গানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। বাদ্যযন্ত্র বাজানোর সময় তাদের হাতের নড়াচড়া এবং এর ফলে সৃষ্ট শব্দের মধ্যে এই অসঙ্গতি স্পষ্ট দেখতে পাওয়া যায়।
পরবর্তী সময়ে এই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য এর বিভিন্ন অংশ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাকরেল (rakrel) নামের একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটির পূর্ব সংস্করণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যদিও এই ভিডিওর ক্যাপশনে কিছু লেখা নেই কিন্তু, সেখানে নৃত্য পরিবেশন এবং ব্যাকগ্রাউন্ডে বাজানো গানের মধ্যে সঙ্গতি খুঁজে পাওয়া যায়।
তাই এ ব্যাপারে আরও বিস্তারিত ভাবে জানার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে RRR নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় “ঐতিহ্যবাহী আরবি নাচ”(অনুবাদিত)।
যেহেতু, মূল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজানো গানের স্থানে শ্রী কৃষ্ণের গান প্রতিস্থাপন করা হয়েছে। সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল ভিডিওটি বিকৃত।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।