ওবায়দুল কাদেরের নামে দেয়া স্লোগানের ভিডিওটি বিকৃত 

19
ওবায়দুল কাদেরের নামে দেয়া স্লোগানের ভিডিওটি বিকৃত  ওবায়দুল কাদেরের নামে দেয়া স্লোগানের ভিডিওটি বিকৃত 

Published on: [post_published]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তৃতার মাঝে “কাউয়া কাদের তওবা কর, খালেদা জিয়ার পায়ে ধর” বলে স্লোগান দেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হতে দেখা গেছে। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, উক্ত ভিডিওটি সম্পাদিত। মূলত গত ২০ সেপ্টেম্বর ২০২২ এ ঢাকার লালবাগে আয়োজিত এক সম্মেলনে ওবায়দুল কাদেরের বক্তৃতা প্রদানের একটি অংশকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত স্লোগানটি বসিয়ে দেয়া হয়েছে। মূল বক্তৃতার ভিডিওতে এমন কোন স্লোগান কাউকে দিতে শোনা যায়নি। সঙ্গত কারণে ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে আসলে “কাউয়া কাদের তওবা কর” বলে স্লোগান দেয়া হয়েছিলো কিনা তা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি বিধায় আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে উক্ত ভিডিওটির উৎস অনুসন্ধান করেছি। আমাদের অনুসন্ধানে বেশকিছু ফেসবুক ভিডিওর খোঁজ পাওয়া গেছে, যেগুলো গত ২১, ২২, এবং ২৩ সেপ্টেম্বর ২০২২ এ শেয়ার করা হয়েছিলো। উক্ত ভিডিওগুলোর মাঝে একটি ভিডিওতে বলতে শোনা যায় ওবায়দুল কাদেরের বক্তৃতা প্রদানের অংশটি ঢাকার লালবাগে আয়োজিত আওয়ামী লীগের একটি সম্মেলনের অংশ। অন্য দুটো ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

পরবর্তীতে ২১, ২২ কিংবা ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখের আশেপাশের সময়ে লালবাগে আওয়ামী লীগের কোন সম্মেলন হয়েছিলো কিনা তা যাচাই করতে গিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২০ সেপ্টেম্বর ২০২২ এ প্রকাশিত “লালবাগ থানা এবং ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২” শীর্ষক শিরোনাম সংবলিত এক ঘন্টা ১৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পেয়েছি। উক্ত ভিডিওটির ৪১ মিনিট ৪৩ সেকেন্ডে গিয়ে দেখা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা দেয়ার জন্য মঞ্চে উঠছেন। তারপর ঐ একই ভিডিওর ৪২ মিনিট পাঁচ সেকেন্ড থেকে দেখা গেছে ওবায়দুল কাদের মঞ্চের সামনে থাকা স্লোগানরত ব্যক্তিদের উদ্দেশ্য করে স্লোগান বন্ধ করতে বলছেন। এই সময় তাঁকে “স্লোগান বন্ধ কর! তা না হলে আমি কথা বলবো না। স্লোগান বন্ধ করতে হবে। স্লোগান বন্ধ কর! এই তুমি বন্ধ কর। এ কে দেখো তো” কথাগুলো বলতে শোনা যায়। সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির যে মূহুর্তে “কাউয়া কাদের তওবা কর” স্লোগানটি শোনা গেছে, মূল বক্তৃতার ভিডিওটির সেই মূহুর্তে এমন কিছু শোনা যায়নি। 

মূলত ওবায়দুল কাদেরের বক্তৃতার অংশটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত স্লোগানটি বসিয়ে দেয়া হয়েছে, যা দেখে মনে হচ্ছে আসলেই কেউ এমন স্লোগান দিচ্ছিল! 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.