যা দাবি করা হচ্ছে: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে উদ্বোধনী কনসার্ট।অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে: ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে একজন সংগীতশিল্পী গান করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গানের এক পর্যায়ে তিনি নারীসুলভ গলা পরিবর্তন করে পুরুষালি কণ্ঠে গান শুরু করেন। যা দেখে তিনজন পুরুষ ভয়ে পালিয়ে যাচ্ছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে কোনো উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয় নি। মঞ্চেযে গায়িকাকে দেখা যাচ্ছে, তিনি একজন ভারতীয় ট্রান্সজেন্ডার। ভাইরাল ভিডিওটিতে তার পুরনো একটি গানের ভিডিও এনে জুড়ে দেওয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই ভিডিওটির দাবিকে “মিথ্যা” বলে চিহ্নিত করছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ব্যবহৃত ফুটেজ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খুঁজে দেখা হয়। তাতে দেখা যায়, ফুটেজটি নেওয়া হয়েছে সুশান্ত দিভগিকার (Sushant Divgikar) নামের একজন ভারতীয় ট্রান্সজেন্ডার গায়িকার ইন্সটাগ্রাম পোষ্ট থেকে । সুশান্ত দিভগিকার রানী কো-হি-নূর নামেও পরিচিত।
পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ফিউচার জেনারেলি ও জেনারেলি গ্রুপ কতৃক আয়োজিত একটি অনুষ্ঠানে সুশান্ত দিভগিকার গানটি গেয়েছেন। একই ভিডিও সুশান্ত দিভগিকারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়।
ভাইরাল হওয়া ভিডিওটির সাথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংযুক্ততার সত্যতা যাচাই করতে আমরা অনুসন্ধান জারি রাখি। ইউটিউবে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে উদ্বোধনী কনসার্ট হয়েছে কি না এ সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড এর মাধ্যমে অনুসন্ধান করি। জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কনসার্টটি ছিলো ৫০ বছর উদযাপনের শেষ দিনের। সেখানে বাংলাদেশের বিভিন্ন সংগীতশিল্পী গান পরিবেশন করেন। কিন্তু উল্লেখিত সুশান্ত দিভগিকারের সংগীত পরিবেশনার কোনো তথ্য পাওয়া যায় নি।
উল্লেখ্য, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন সাবেক শিক্ষক আসিফ মাহতাবের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ও আলোচনার শুরু হয়। ধারণা করা যায়, তারই প্রেক্ষিতে এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদন পড়ুন এখানে।
সুতরাং, বিষয়টি পরিষ্কার যে, ভাইরাল ভিডিওতে থাকা গানের ফুটেজটি সম্পূর্ণ ভিন্ন একটি অনুষ্ঠানের। এর সাথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে উদ্বোধনী কনসার্টের কোনো সম্পর্ক নেই। এবং সাম্প্রতিক সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে কোনো উদ্বোধনী কনসার্টও অনুষ্ঠিত হয় নি।
তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল এই ভিডিওর দাবিটি মিথ্যা।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।