সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েল অভিমুখে মিসাইল এবং ড্রোন হামলা চালানোর পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার হতে দেখা গেছে, যার ক্যাপশন পড়ে মনে হচ্ছে এটি ঐ আলোচিত হামলার ভিডিও। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, উক্ত ভিডিওটি কম্পিউটার জেনারেটেড ইমেজ (সিজিআই) প্রযুক্তি দিয়ে তৈরি একটি অ্যানিমেশন ভিডিও’র অংশ। borisao_blois – নামক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওগুলোর সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে যে দাবি করা হয়েছিল তা যথাযথ কিনা সেটি যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে borisao_blois – নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ০৯ অক্টোবর ২০২১ এ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির বেশ মিল রয়েছে। উক্ত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট ক্যাপশন পড়ে জানা গেছে এটি কম্পিউটার জেনারেটেড ইমেজ (সিজিআই) দিয়ে তৈরি একটি অ্যানিমেশন ভিডিও’র অংশ।
তাছাড়া, ঐ একই ক্রিয়েটরের Blois fought – নামক ইউটিউব চ্যানেল থেকে ৩০ অক্টোবর ২০২১ এ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে আমাদের আলোচিত ভিডিওটির মিল লক্ষ্য করা গেছে। উক্ত ভিডিওটির বিস্তারিত বর্ণনা অংশ পড়ে জানা গেছে যে, এটি একটি অ্যানিমেশন ভিডিও।
এছাড়া, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে সংঘাতের সময় আমাদের আলোচিত ভিডিওটি শেয়ার করে এটিকে সেই সময়কার বলে দাবি করা হয়েছিল। তবে, লিড স্টোরিস নামক একটি ফ্যাক্ট-চেকিং সংস্থা সেসময় উক্ত দাবিটিকে মিথ্যা বলে প্রতিপন্ন করে দিয়েছিল। লিড স্টোরিস এর ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনটি পড়ুন এখানে।
অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে ইরান কর্তৃক ইসরায়েলে হামলার দাবিতে শেয়ারকৃত ভিডিওটি একটি অ্যানিমেশন ভিডিও’র অংশ।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।