‘‘এই মুহূর্তে জামাত শিবির কুমিল্লায় দখলে নিলো সেনাবাহিনী দিয়েও ঠেকানো গেলো না” শিরোনামে একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি প্রকৃতপক্ষে কুমিল্লায় সংঘটিত কোনো মিছিলের ভিডিও নয়, বরং ১৩ই অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত ঢাকাতে অনুষ্ঠিত হওয়া একটি মিছিলের ভিডিও। এ দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়েছিল , সেই ভিডিওটাই এডিট করে কুমিল্লার ভিডিও বলে দাবি করা হচ্ছে।
বিভ্রান্তির উৎস
১৩ই অক্টোবর বিকাল ৪ টা ৩৭ মিনিটে Prince Sakib একাউন্ট থেকে ১ মিনিট ৫৬ সেকেন্ডের এই ভিডিওটা প্রকাশ করা হয়। এইমুহূর্তেজামাতশিবিরকুমিল্লায়দখলেনিলো ।সেনাবাহিনীদিয়েওঠেকানোগেলোনা –এটাই ছিল ক্যাপশন।
এই একটি ভিডিওই কমপক্ষে ৪১০০ বার শেয়ার করা হয়, যেখান থেকে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
একই ভিডিও দেখা যায় ১৩ই অক্টোবর রাত ১০ টা ৫৩ মিনিটে ,জনৈক আব্দুল কাইয়ুম এটি আপলোড করেন। তার ক্যাপশন ছিল, বিকালে জা-মা-ত শি-বি-র কুমিল্লায় দখলে নিলো । সেনাবাহিনী দিয়েও ঠেকানো গেলো না।
১৫ই অক্টোবর সকালে Universal Voice পেজ থেকে এটাকে প্রযুক্তির সাহায্যে Live হিসেবে সম্প্রচার করতে দেখা যায়। এখানে ভিডিওর ক্যাপশন ছিল , সকাল থেকেই শিবির ঢাকা দখলে নিলো সেনাবাহিনী দিয়েও ঠেকানো গেলো না।
ইউটিউবেও এই ভিডিওটা দেখা গিয়েছে ১৫ই অক্টোবর তারিখে। এবং ফেসবুকে কমপক্ষে একজন ব্যবহারকারীকে এই ইউটিউব লিঙ্ক শেয়ার করতে দেখা গিয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
মূল ভিডিওটি যান্ত্রিক প্রযুক্তির সাহায্যে দর্পণ প্রতিবিম্ব হিসেবে তৈরি করে এখানে আপলোড করা হয়েছে। এ কারনে ব্যানারের হেডিং , এমনকি স্ক্রিনে চলমান সাবটাইটেলটিও উলটো হয়ে ফুটে উঠেছে।
সাবটাইটেলের লেখা পড়ার চেষ্টা করতে গিয়ে দেখা গেল, এখানে লেখা রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর।
এছাড়া, পিছনের ব্যানারে লেখা রয়েছে,
চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর
ফ্যাক্টচেকের পরবর্তী পর্যায়ে আমরা খোঁজার চেষ্টা করি, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামী কোনো বিক্ষোভ মিছিল বের করেছে কিনা।
অনুসন্ধানে দেখা গেল, গত ১৩ই অক্টোবর সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাজারদর নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকায় একটি বিক্ষোভ মিছিল করেছিল। এই মিছিলটি মিরপুর-১ নম্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একাধিক দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে এই খবরটা দেখা যাচ্ছে। যেমন- ইনকিলাব, নয়া দিগন্ত , বাংলানিউজ টুয়েন্টি ফোর ডট কম ইত্যাদি ।
এই ভিডিওর সাথে প্রিন্স সাকিবের ভিডিওর সম্পূর্ণ মিল রয়েছে। তবে প্রিন্স সাকিবের ভিডিওতে মূল ভিডিওর উল্টো প্রতিবিম্ব ব্যবহার করা হয়েছে।
উদাহরণস্বরূপ- উপরের এই ছবি দুটোই দেখুন। দুইটা ভিডিওরই ১:৩০ তম সেকেন্ডে এই স্ক্রিনশট টি নেওয়া হয়েছে। এখানে লাল বিআরটিসি বাস, লালচুলের মোবাইল ফটোগ্রাফার ,ইলেক্ট্রিক পোল ইত্যাদি অনেক বিষয় দেখা যাচ্ছে, কিন্তু সবই একে অপরের বিপরীত অবস্থানে আছে।
যেমন- জামায়াতে ইসলামীর পেজের মূল ভিডিওতে দু’তলা BRTC বাস ডানদিকে ছিল, কিন্তু প্রিন্স সাকিবের ভিডিওতে এটি বামদিকে ।
মূল ভিডিওতে, মিছিলের ডানদিকে ফটোগ্রাফার দাঁড়িয়ে ছবি তুলছে। কিন্তু এডিটেড ভিডিওতে ফটোগ্রাফার নাম দিকে দাঁড়িয়ে ছবি তুলছে।
মিছিলের লোকদেরকে খেয়াল করলেও দেখা যাবে, কাতারের বাম দিকের লোকেরা ডানে চলে এসেছে আর ডানের লোকেরা বামে এসেছে।
বাড়তি হিসেবে প্রিন্স সাকিবের ফেক ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করার আহবান রয়েছে এবং উপরে ডান পাশে একটি মনোগ্রাম যোগ করা হয়েছে । ছবির মান ও বেশ কমে গিয়েছে। এটা ইচ্ছাকৃত কিনা, নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া মূল ভিডিওর শব্দ সম্পাদনা করে প্রিন্স সাকিবের ফেক ভিডিওতে ভিন্ন শব্দ যোগ করা হয়েছে। মূল ভিডিওতে দ্রব্যমূল্য সম্পর্কিত স্লোগান শোনা গেলেও এডিটেড ভিডিওতে ভিন্ন স্লোগান শোনা গিয়েছে।
১৩ই অক্টোবর কুমিল্লা শহরে কোরআন অবমাননার অভিযোগের প্রেক্ষিতে শহরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ,আনসার,র্যাব এর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। তবে কখনোই সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। কাজেই ‘’জামাত শিবির কুমিল্লা দখলে নিল। সেনাবাহিনী দিয়েও ঠেকানো গেলনা ‘’-দাবিটির ও কোনো ভিত্তি নাই।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত
১৩ই অক্টোবর দুপুর ১২ টা ২৬ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে মূল ভিডিও আপলোড করা হয় । সেটাই প্রিন্স সাকিব নামক জনৈক ফেসবুক ব্যবহারকারী ১৩ই অক্টোবর বিকাল ৪ টা ৩৮ মিনিটে এডিট করে ‘’কুমিল্লা দখলে নিল জামাত শিবির’’ শিরোনামে নিজের ফেসবুক একাউন্ট থেকে প্রচার করে দেয়। এই ভিডিও পরবর্তীতে অন্যরা শেয়ারের মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনের দাবির মত কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটেনি। যেহেতু পুরনো একটি ভিডিওকে এডিট করে দাবির পক্ষে ব্যবহার করা হয়েছে, ফ্যাক্টওয়াচ তাই এই ভিডিওকে “বিকৃত” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?