সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের একটি ছবি থ্রেডসে পাওয়া গিয়েছে। ছবিতে একজনকে চিহ্নিত করে দাবি করা হচ্ছে, উক্ত বৈঠকে ভারতীয় হাই কমিশনার উপস্থিত রয়েছেন। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, তিনি ভারতীয় হাইকমিশনার নন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া উক্ত ছবিতে ভারতীয় হাই কমিশনারকে দেখা যায় নি।
ভাইরাল ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, দেশ এবং দেশের বাইরে বেশ কিছু গণমাধ্যমে ছবিটি দেখা যায়। “Alt News” এর একটি প্রতিবেদন থেকে ভয়েস অব আমেরিকা বাংলার বরাতে এই ছবিটি দেখতে পাওয়া যায়। ভয়েস অব আমেরিকা বাংলার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে ছবিটি গত ২১ জুলাই, ২০২৪ এ প্রকাশ করা হয়। ছবির সূত্র হিসেবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম উল্লেখ করে। ছবির ক্যাপশনে বলা হচ্ছে, “কোটা আন্দোলনঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২১ জুলাই ২০২৪) প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন।“
পুনরায় অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত ব্যক্তির নাম তারিক আহমেদ সিদ্দিক। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল হিসেবেও কর্মরত ছিলেন। তার সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। উক্ত ছবিতে তাকে দেখতে পাওয়া যায়নি।
সুতরাং, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে ছবিতে যাকে ভারতীয় হাই কমিশনার দাবি করা হচ্ছে তিনি মূলত প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।
উল্লিখিত দাবি সংবলিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।