“রোড এক্সিডেন্টে মারা গেলেন বলিউড সুপাষ্টার টাইগার শ্রফ” — এই ক্যাপশনে একটি পোস্ট সামাজিক মাধ্যমে গত ৯ মে ২০২৩ থেকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, এমন দাবির কোনো সত্যতা নেই। মূলধারার কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায় নি। উল্লেখ্য, এই দাবি সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরের দিন অর্থাৎ ১০ মে ২০২৩ তারিখে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে তাঁর ভ্যারিফাইড ফেসবুক পেজে সক্রিয় থাকতে দেখা গেছে। সঙ্গত কারণে এই অভিনেতার মৃত্যুর খবরটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।
অভিনেতা টাইগার শ্রফের মৃত্যু বিষয়ক কোনো প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে তা দেখা হয়। তবে এ বিষয়ে বাংলাদেশ কিংবা ভারতের কোনো সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায় নি। ৮ মে ২০২৩ তারিখে এ অভিনেতা তাঁর ভ্যারিফাইড পেজে একটি পোস্ট করেন। তবে তাঁর মৃত্যুর গুজব প্রচার শুরু হয়েছে ৯ মে ২০২৩ তারিখে। যে কারণে তাঁর পেজ থেকে পুনরায় কোনো পোস্ট পাওয়া যায় কিনা তার জন্য অপেক্ষা করে ফ্যাক্টওয়াচ টিম। ১০ মে ২০২৩ তারিখে এই অভিনেতা নিজ অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন। এ থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে, এই অভিনেতা জীবিত এবং সুস্থ আছেন।
সঙ্গত কারণে এ ধরণের বানোয়াট সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?