বলিউডের পর্দার জুটি টাইগার শ্রফ ও তারা সুতারিয়া একত্রে ইসলাম গ্রহণ করেছেন- এমন একটি গুজব অনলাইনে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, তারা আসন্ন চলচ্চিত্রের সাফল্য কামনায় মুম্বাইয়ের স্থানীয় একটি দরগায় ঐতিহ্যবাহী পোষাক পরে ভ্রমণ করেছেন এবং সেখানে প্রার্থনায় অংশ নিয়েছেন। এর বাইরে তাদের ইসলাম গ্রহণ করার খবরটি সম্পূর্ণ গুজব।
গুজবের উৎস
২৮শে এপ্রিল বিকাল থেকে ফেসবুকে এই গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
Heropanti 2 নামক একটি হিন্দি সিনেমা আগামীকাল শুক্রবার ,২৯শে এপ্রিল মুক্তি পাবে। এই সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, নওয়াজউদ্দিন সিদ্দিকী, তারা সুতারিয়া সহ অনেকে।
এই সিনেমার সাফল্য কামনায় ২৮শে এপ্রিল সিনেমার ২জন কেন্দ্রীয় চরিত্র টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া গিয়েছিলেন মুম্বাই শহরের মাহিম দরগায় , এবং পরবর্তীতে বাবুলনাথ মন্দিরে । এসব ধর্মীয় স্থাপনায় গিয়ে তারা সিনেমার সাফল্য কামনায় দুই হাত তুলে দোয়া করা, ফুল উৎসর্গ করাসহ ঐতিহ্যবাহী সকল আচার-অনুষ্ঠানই পালন করেন।
দরগা এবং মন্দির ভ্রমণের সময় তারা এসকল স্থানের সাথে মানানসই পোষাকই পরেন। দরগায় টাইগার শ্রফ এর মাথায় টুপি ( বা সাদা রুমাল দিয়ে বানানো সাময়িক টুপি) এবং তারা সুতারিয়ার পরনে সোনালী চাদর দেখা যায়।
এমনকি, বাংলাদেশের ঢাকা মেইল এও এই সংবাদটি ছবিসহ প্রকাশিত হয়েছে।
এসব ছবির সাথে আলোচ্য ভাইরাল ছবির সাদৃশ্য রয়েছে । তাই ধারণা করা যায়, দরগায় মোনাজাতরত টাইগার শ্রফ এর ছবিকে কেউ মনগড়া ব্যাখ্যা করেছে , এবং ‘টাইগার শ্রফ ইসলাম গ্রহণ করেছেন’- এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের ফেসবুক অঙ্গণ ছাড়া মূলধারার সংবাদমাধ্যমে এই ধরনের কোনো সংবাদ খুঁজে পাওয়া গেল না।
টাইগার শ্রফ বা তারা সুতারিয়ার টুইটার একাউন্টেও ইসলাম গ্রহণ সম্পর্কিত কোনো তথ্য বা সামান্য ইঙ্গিতও খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য , ধর্ম বিশ্বাসের দিক দিয়ে টাইগার শ্রফ হিন্দু এবং তারা সুতারিয়া জরাথ্রুস্ট্রিয়ান পার্সি ধর্মের অনুসারী। পর্দার বাইরে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনে টাইগার শ্রফ এর সাথে দিশা পাটনির এবং তারা সুতারিয়ার সাথে আদার জেইন এর প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।
কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের অভিনেতা রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী আজমির শরীফ ভ্রমণে গেলে সেখানে ঐতিহ্যবাহী পোষাক পরিহিত অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন। তাদের সেই ছবিগুলো নিয়েও অনলাইনে ‘ইসলাম গ্রহণ করলেন রাজ-শুভশ্রী’ গুজব ছড়িয়ে পড়ে। বিস্তারিত পড়তে পারেন ফ্যাক্টওয়াচের এই ফ্যাক্টচেকিং রিপোর্টে – কলকাতার তারকা জুটি রাজ-শুভশ্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন নি। টাইগার শ্রফ ও তারা সুতারিয়াকে ঘিরেও অনুরূপ গুজব ছড়িয়ে পড়ায় ফ্যাক্টওয়াচ এই গুজবকেও ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?