সম্প্রতি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি উদ্ধৃতি ফেসবুকে ভাইরাল হয়েছে। মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমেও সেই উদ্ধৃতিটি দেখা যাচ্ছে। সেখানে তিশাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, একজন সুন্দর পুরুষের চেয়ে জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, নুসরাত ইমরোজ তিশা এমন কোনো বক্তব্য দেননি। তিশা এবং তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী নিজ নিজ ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং একাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিও সাম্প্রতিক নয়। ২০২১ সালের ১২ আগস্ট ভিন্ন প্রেক্ষাপটে নুসরাত ইমরোজ তিশা তার ফেসবুক পেজে ছবিটি প্রথম আপলোড করেন। তাই ভিত্তিহীন এমন সংবাদকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।
বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমেও সংবাদটি প্রকাশিত হয়। দৈনিক সমকাল, একুশে টিভি, যমুনা টিভি এবং কালের কন্ঠের ওয়েবসাইটেও খবরটি দেখতে পাওয়া যায়। তবে কিছু ওয়েবসাইট থেকে পরবর্তীতে খবরটি সরিয়েও নেওয়া হয়।
দৈনিক সমকালসহ বেশ কয়েকটি গণমাধ্যমের এই সংবাদে সূত্র হিসেবে দাবি করা হচ্ছে যে, নুসরাত ইমরোজ তিশা এই বক্তব্যটি দিয়েছেন। এইসব প্রতিবেদনে “Nusrat imroz tisha” নামের একটি ফেসবুক পেজের স্ট্যাটাসটি দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে পেজটি অনুসন্ধান করলে দেখা যায় এই পেজটি ভ্যারিফাইড না। অর্থাৎ, এটি নুসরাত ইমরোজ তিশার ভ্যারিফাইড অফিসিয়াল কোনো ফেসবুক পেজ নয়।
গত ২০ এপ্রিল, ২০২২ এ দেওয়া এই স্ট্যাটাসে থাকা ছবিটির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যাচ্ছে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ১২ আগস্ট, ২০২১ সালে তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করেন। তার ক্যাপশনে তিনি লিখেন যে, ১৪ দিন পর তার স্বামী চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী করোনামুক্ত হয়েছেন।
অর্থ্যাৎ, বর্তমানে ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয়, বরং ফারুকীর করোনামুক্ত হওয়ার সময়ের।
পরবর্তীতে ভাইরাল এই স্ট্যাটাসের বক্তব্যের সত্যতা জানতে অনুসন্ধান করা হলে নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরয়ার ফারুকীর দুইটি আলাদা ফেসবুক স্ট্যাটাস পাওয়া যায়।
উপরোক্ত দুইটি স্ট্যাটাসে পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে, নুসরাত ইমরোজ তিশার নামে যে বক্তব্যটি ভাইরাল হয়েছে সেটি মিথ্যা। তিশা তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে জানান, ” করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন! “সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো” টাইপের কিছু একটা। গত কয়দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে। “। উক্ত ফেসবুক পেজটিকে তিনি ফেইক হিসেবেও চিহ্নিত করেন। সবশেষ তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, ” আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা “।
একই দাবি জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীও। মূলধারার গণমাধ্যমে এমন ভুয়া সংবাদ প্রকাশিত হওয়া নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন,” এটা খুবই ফানি যে কত সহজে ফেইক নিউজ অনলাইনে ছড়ায়। কেবল লেস ইনফরমড লোকজন না, ওয়েল ইনফরমড লোকজনও ফেইক নিউজ ছড়ায় দুই হাতে। এমন কি শেষমেষ সেই ফেইক নিউজ দায়িত্বশীল দৈনিক পত্রিকার পাতায়ও ঠাঁই করে নেয়। কই যাবেন বলেন? “।
অতএব, বিষয়টি পরিষ্কার যে তিশার নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে এমন একটি স্ট্যাটাস প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এর সূত্র ধরেই দেশের মূলধারার গণমাধ্যমও এই সংবাদটি প্রকাশ করে। নুসরাত ইমরোজ তিশা শেষ পর্যন্ত নিজে তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টিকে ভুয়া চিহ্নিত করেছেন। এছাড়া সেখানে ব্যবহৃত ছবিটিও ২০২১ সালের এবং সম্পূর্ণ ভিন্ন বিষয়ের। তাই ফ্যাক্টওয়াচ এই ভাইরাল দাবিকে ” মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?