কারাগারে বন্দী শিশুর পুরনো ছবি ভুয়া ক্যাপশনে প্রচার

49
কারাগারে বন্দী শিশুর পুরনো ছবি ভুয়া ক্যাপশনে প্রচার
কারাগারে বন্দী শিশুর পুরনো ছবি ভুয়া ক্যাপশনে প্রচার

সম্প্রতি ফেসবুকে থানায় লোহার শিক দিয়ে বন্দী একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ করার অপরাধে মায়ের সাথে শিশুটিকে কারাগারে বন্দী করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, কারাগারে বন্দী শিশুটির ছবি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০১৫ সালের। ঝিনাইদহের পুলিশ মূল অভিযুক্তকে না পেয়ে তার স্ত্রী এবং শিশুকে ১৯ ঘণ্টা থানাহাজতে আটকে রাখে। সেই ঘটনার ছবিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

গুজবের উৎস

১২ ফেব্রুয়ারি থেকে পোস্টটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

পোস্টের সাথে সংযুক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে গণমাধ্যমে ২০১৫ সালে প্রকাশিত কিছু প্রতিবেদন পাওয়া যাচ্ছে। প্রথম আলোবিডিনিউজ২৪-এর এসব প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শিশুটির নাম রয়েল। ২০১৫ সালে ঝিনাইদহে তার বাবা একটি মামলার আসামী ছিলেন, বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান। পুলিশ তখন ১১ মাস বয়সী রয়েল ও তার মাকে ১৯ ঘণ্টা থানার হাজতে আটকে রাখে। একপর্যায়ে থানায় ৪২ হাজার টাকা দিয়ে বেলা তিনটার দিকে তাদের মুক্ত করা হয় বলে জানা যায়।

সাম্প্রতিক সময়ে কোনো শিশুকে থানাহাজত বা কারাগারে আটকে রাখার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, শিশুকে থানা হাজতে আটকে রাখার ৯ বছরের পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে। তাই ফ্যাক্টওয়াচ এসব ক্যাপশনসহ পোস্টগুলো “মিথ্যা” সাব্যস্ত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে থানায় লোহার শিক দিয়ে বন্দী একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ করার অপরাধে মায়ের সাথে শিশুটিকে কারাগারে বন্দী করা হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh