১৮ জুন ২০২১ তারিখে CBM Times নামের একটি ফেসবুক পেইজ থেকে ”এইমাত্র … সরকারের মাথায় হাত … গুমের কথা স্বীকার করলো পুলিশ। ক্ষেপে গিয়ে পুলিশ ধোলাই করলো সাংবাদিকরা” শিরোনামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি মূলত সদ্য খোঁজ-পাওয়া ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সংবাদ সম্মেলন। শেয়ার করা ১২ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে পুলিশ কখনোই বলেননি ত্ব-হাকে গুম করা হয়েছিল। তাই উক্ত ভিডিওর শিরোনামে উল্লেখিত “গুমের কথা স্বীকার করলো পুলিশ“ দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
উক্ত ১২ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটির ২:৩৬ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, “ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল। যেহেতু ব্যক্তিগত কারণ তাই আমরা সেটি এখানে পাবলিকলি না বলি। তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটেনি বলে তারা প্রাথমিকভাবে আমাদের জানিয়েছেন। পরবর্তীতে আমরা সকল তথ্য যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।“
গত ১০ জুন ২০২১ তারিখ রাত থেকে নিখোঁজ ছিলেন ইসলামী বক্তা আবু ত্বহা আদনান। অবশেষে নিখোঁজ হবার আট দিন পর পাওয়া গেল তাকে। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্বহার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্বহার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।
এসব পেজ থেকে শেয়ার করা ১২ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটি মূলত ইসলামী বক্তা আবু ত্বহা আদনানকে নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সংবাদ সম্মেলনের অংশ। সেখানে পুলিশ উল্লেখ বা ‘স্বীকার’ করেননি যে, আবু ত্ব–হা গুম হয়েছিলেন। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তে তাই উক্ত ভিডিওগুলোর শিরোনামে উল্লেখিত “গুমের কথা স্বীকার করলো পুলিশ“ দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?